Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Royal Enfield. Meteor 350

ভারতের বাজারে এল রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০, দেখুন দাম

শুক্রবার তা লঞ্চ হতেই আগ্রহ তৈরি করেছে বাইকপ্রেমীদের মধ্যে।

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০। ছবি টুইটার থেকে নেওয়া।

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ১৫:৫৫
Share: Save:

আত্মপ্রকাশের কথা ছিল এ বছরের শুরুতেই। কিন্তু করোনা অতিমারি জন্য ভেস্তে যায় সেই পরিকল্পনা। অবশেষে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড আনল মিটিওর ৩৫০। শুক্রবার তা লঞ্চ হতেই আগ্রহ তৈরি করেছে বাইকপ্রেমীদের মধ্যে।

থান্ডারবার্ড ৩৫০ বাইকটির বদলি হিসাবেই মিটিওর ৩৫০ বাজারে আনল রয়্যাল এনফিল্ড। শুক্রবার থেকেই বুকিং শুরু হয়েছে মিটিওরের। শো-রুমের পাশাপাশি রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও করা যাচ্ছে বুকিং। ৩৪৯ সিসি ইঞ্জিনের এই বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। সামনে ও পিছনে দুটি চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক।

মিটিওরের তিনটি মডেল ভারতের বাজারে এনেছে রয়্যাল এনফিল্ড। ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা। ফায়ারবল মডেলের শো-রুমের দাম ১ লক্ষ ৭৫ হাজার টাকা। স্টেলার মডেলটির দাম ১ লক্ষ ৮১ হাজার টাকা। মিটিওর ৩৫০ সুপারনোভার দাম ১ লক্ষ ৯০ হাজার টাকা।

দেখুন বাইকের ভিডিয়ো—

 

অন্য বিষয়গুলি:

Royal Enfield Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE