গ্রাফিক: শৌভিক দেবনাথ
দেশে চিনা পণ্য বয়কটের ডাক ক্রমশ ট্রেন্ডিং হয়ে উঠেছে সোশাল মিডিয়ায়। এর মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা ‘রিমুভ চায়না অ্যাপস’ প্লে স্টোর সরিয়ে দিল গুগল। টুইট করে এ কথা জানিয়েছে অ্যাপ নির্মাতা সংস্থাটি। তবে কী কারণে অ্যাপটি সরানো হয়েছে তা জানায়নি জয়পুরের ওই সংস্থাটি। সাইবার বিশেষজ্ঞদের ধারণা, গুগল প্লে-এর নির্দিষ্ট নীতি ভঙ্গ করছে ওই অ্যাপ। তাই তা সরিয়ে দেওয়া হয়েছে।
করোনার উৎস চিনই, সোশাল মিডিয়ায় এমন ‘তত্ত্ব’ ছড়িয়ে পড়ছে অতিমারির সূত্রপাত থেকেই। সম্প্রতি তাতে যোগ হয়েছে, লাদাখ-সহ বিভিন্ন সীমান্তে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনার প্রসঙ্গ। তার পর থেকে #BoycottChina বা #BoycottChineseApps সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে। চিনা পণ্য বয়কট করার পক্ষে সওয়াল করেছেন সোনম ওয়াংচুকও, যাঁর জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল বলিউডি ফিল্ম ‘থ্রি ইডিয়টস’। এর মধ্যেই গত ১৪ মে আবির্ভাব হয়েছিল জয়পুরের ‘ওয়ান টাচ অ্যাপল্যাবস’ নামে এক সংস্থার তৈরি করা অ্যাপ ‘রিমুভ চায়না অ্যাপস’। ৩.৮ এমবি সাইজের ওই অ্যাপটি মোবাইলে থাকা চিনা অ্যাপকে চিহ্নিত করে দেবে। দেবে চিনা অ্যাপগুলি মুছে ফেলার অপশনও। এমনটাই দাবি ছিল অ্যাপটির নির্মাতাদের। কিন্তু বিধিভঙ্গের অভিযোগে সেই অ্যাপই এ বার প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে ‘ওয়ান টাচ অ্যাপল্যাবস’ নামে ভারতীয় স্টার্ট আপ সংস্থাটি। তাদের তরফে টুইট করে বলা হয়েছে, ‘গুগল আমাদের রিমুভ চায়না অ্যাপ সরিয়ে দিয়েছে। গত দু’সপ্তাহে আপনারা যে সাহায্য করেছেন সে জন্য ধন্যবাদ। আপনারা অসাধারণ।’ প্রসঙ্গত, গত সপ্তাহ দু’য়েকের মধ্যে গুগল প্লে স্টোর থেকে ৫০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছিল ওই অ্যাপটি।
Dear Friends,
— onetouchapplabs (@onetouchapplabs) June 2, 2020
Google has suspended our #RemoveChinaApps from google play store.
Thank you all for your support in past 2 weeks.
"You Are Awesome"
TIP
Its easy to find the origin of any app by searching on google
by typing
<AppName> origin country
Stay Tuned !! Stay Safe!!
আরও পড়ুন: গুরুতর কোভিড আক্রান্তদের উপর রেমডেসিভির প্রয়োগে সায় ভারতের
কেন ওই অ্যাপটি সরিয়ে দিল গুগল? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, গুগল প্লে স্টোরের যে ‘বিভ্রান্তিকরণ আচরণ নীতি’ (ডিসেপটিভ বিহেভিয়ার পলিসি) রয়েছে তার আওতায় পড়ে গিয়েছিল ওই অ্যাপটি। গুগল প্লে স্টোরের ওই নীতিতে স্পষ্ট বলা রয়েছে, ‘আমরা কোনও অ্যাপকে ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা বা অসৎ আচরণ করতে দেব না।’ আরও বলা হয়েছে, ‘মোবাইলের সেটিংসে কোনও পরিবর্তন হলে তা ব্যবহারকারীর অনুমতিক্রমেই হবে।’ জয়পুরের ওই সংস্থাটির তৈরি করা অ্যাপে অবশ্য একগুচ্ছ অনুমতি প্রদান বা লগ-ইনের প্রয়োজন ছিল না। স্রেফ ‘স্ক্যান নাও’ বাটনে চাপ দিলেই বেরিয়ে আসত ফোনে থাকা কিছু চিনা অ্যাপের তালিকা, সেই সঙ্গে আনইনস্টল করার অপশন।
আরও পড়ুন: শ্রমিকদের ১০ হাজার টাকা দিন, কেন্দ্রকে মমতা
অবশ্য এই প্রথম নয়। এর আগে ‘টিক টক’-এর মতোই ‘মিত্রোঁ’ নামে একটি অ্যাপ ঠাঁই পেয়েছিল গুগল প্লে স্টোরে। কিন্তু কিছু দিনের মধ্যেই সেই অ্যাপটি সরিয়ে দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy