Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Realme Smart Phone

স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এখন রিয়েলমির 'প্রিমিয়াম কিলার'-এ

রিয়েলমি-এর বর্তমান সিইও মাধব শেঠ সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তোলা হয়েছে রিয়েলমি-এর নতুন ফোন ৬৪মেগাপিক্সেল ক্যামেরায়। ছবিটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই পড়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রিয়েলমির ফার্স্ট লুক। ছবি সৌজন্য: টুইটার।

সোশ্যাল মিডিয়ায় রিয়েলমির ফার্স্ট লুক। ছবি সৌজন্য: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০৯:৩০
Share: Save:

ক্যামেরার ভারী ব্যাগটা সব সময় বয়ে নিয়ে যেতে একদম ভালো লাগে না। মোবাইল ফোনে যে ছবি তুলব, তারও উপায় নেই, রেজোলিউশন খুব খারাপ। কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসেন।

আপনি কি ফোটোগ্রাফি করেন? তা হলে হয়ত আপনার সমস্যার সমাধান পাওয়া যেতে পারে রিয়েলমি-এর এই নতুন ফোনে।

রিয়েলমি-এর বর্তমান সিইও মাধব শেঠ সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তোলা হয়েছে রিয়েলমি-এর নতুন ফোন ৬৪মেগাপিক্সেল ক্যামেরায়। ছবিটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই পড়ে গিয়েছে।

মাধব শেঠ বলেন, রিয়েলমি-এর এই নতুন ফোন হবে ৬৪মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন। তিনি নতুন ফোনটিকে 'প্রিমিয়াম কিলার' আখ্যা দিয়েছেন।

টুইটটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি এই নতুন স্মার্টফোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। গত মাসে স্যামসাং সংস্থা স্মার্টফোনের বাজারে একটি নতুন ফিচার প্রকাশ করতে গিয়ে জানিয়েছিল, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বাজারে মিলবে এই নতুন ফিচার। ৬৪ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট জিডবলিউ ১ সেন্সর ফিচারটি,রিয়েলমি-এর নতুন ফোনে ব্যবহার করা হবে।

৬৪ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট জিডবলিউ ১ সেন্সর, কম আলোতে থাকা ১৬ মেগাপিক্সেলের ছবিগুলিকে স্যামসাংয়ের টেট্রাসেল প্রযুক্তির মাধ্যমে ক্যাপচার করা যাবে। এই সেন্সরটি ১০০ডিবি রিয়েল-টাইম এইচডিআর পর্যন্ত সাপোর্ট করবে। এ ছাড়াও, এই ডিভাইসটি ব্যবহারকারীদের স্লো-মোশন ভিডিও-র পাশাপাশি সুপার পিডি পিডিএএফ প্রযুক্তি ক্যাপচার করবে।

আরও পড়ুন: বাজারে এল মহিন্দ্রার 'থার ৭০০', মিলবে মাত্র ৭০০টি গাড়িই

রিয়েলমি-এর নতুন ফোন প্রথম লঞ্চ করা হবে ভারতীয় স্মার্টফোনের বাজারে। কিন্তু ফোনটির সম্পর্কে অন্যান্য কোনও তথ্য সঠিকভাবে তিনি বলেননি। এমনকি রিয়েলমির কোন সিরিজের অন্তর্গত এই ফোনটি তাও জানা যায়নি।

চিনা সোশ্যাল মিডিয়া উইবো-তে ফাঁস হওয়া আরও একটি খবরের মাধ্যমে জানা যায়, স্যামসাং তাঁর গ্যালাক্সি এ-সিরিজের মাধ্যমে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটির আন্তর্জাতিক প্রিমিয়ার করবে, যা পরে রেডমি-র নতুন ফোনে ফিচার করা হবে।

আরও পড়ুন: এক ফোনে আটটি ক্যামেরা! চমকে দিতে নয়া মোবাইল আনছে ‘সোনি’

অন্য বিষয়গুলি:

Realme SmartPhone 64Mp camera Premium killer Technology Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy