Advertisement
১৯ নভেম্বর ২০২৪

রিজার্ভ ব্যাঙ্কের আধার সওয়াল, প্রশ্ন এখন কেন

শীর্ষ ব্যাঙ্ক এ কথা বললেও, অনেকের প্রশ্ন, হঠাৎ এমন ঘোষণার কারণ কি? এতে কি ধোঁয়াশা তৈরি হবে না সাধারণ গ্রাহকদের মধ্যে? অনেকে আবার বলছেন, এমনিতেই ব্যাঙ্কগুলির মধ্যে এখন ধরে আনতে বললে বেঁধে আনার প্রবণতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ০৪:১৯
Share: Save:

ব্যাঙ্ক-সহ বিভিন্ন ক্ষেত্রে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক হবে কি না, তা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। কিন্তু তারই মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক ফের জানিয়ে দিল যে, সুপ্রিম কোর্ট আধার যোগের পক্ষে রায় দিলে অ্যাকাউন্টের সঙ্গে তা সংযুক্তিকরণ হবে বাধ্যতামূলক। অর্থাৎ, শীর্ষ আদালত আধারের পক্ষে রায় দিলে তবেই এই নতুন নির্দেশ কার্যকর করার প্রশ্ন। তার আগে নতুন অ্যাকাউন্ট খোলা কিংবা ব্যাঙ্কের অন্য কাজে বাধ্যতামূলক ভাবে লাগবে না গ্রাহকের আধার-পরিচয়।

শীর্ষ ব্যাঙ্ক এ কথা বললেও, অনেকের প্রশ্ন, হঠাৎ এমন ঘোষণার কারণ কি? এতে কি ধোঁয়াশা তৈরি হবে না সাধারণ গ্রাহকদের মধ্যে? অনেকে আবার বলছেন, এমনিতেই ব্যাঙ্কগুলির মধ্যে এখন ধরে আনতে বললে বেঁধে আনার প্রবণতা। এর পরে তো আধার নিয়ে অলিখিত ভাবে চাপ তৈরি করবে তারা!

আসলে যে প্রক্রিয়া অনুযায়ী গ্রাহকের পরিচয় খতিয়ে দেখা (কেওয়াইসি) হয়, সেই সংক্রান্ত আইনও সংশোধন করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এত দিন কেওয়াইসির জন্য যে সমস্ত নথি গ্রাহ্য বলে বিবেচিত হত (অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট), সে ব্যাপারেও নতুন নির্দেশিকা জারি করেছে তারা। সেখানে বলা হয়েছে, কেওয়াইসির জন্য গ্রাহ্য নথির মধ্যে থাকবে শুধু আধার নম্বর এবং প্যান নম্বর অথবা ফর্ম-৬০। যে সব ব্যক্তির আয় করযোগ্য নয়, তাঁরা প্যান-এর পরিবর্তে ফর্ম-৬০ জমা দিতে পারেন।

এত দিন যে সব নথির ভিত্তিতে কেওয়াইসি করা যেত, তার মধ্যে ছিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার্স কার্ড, নারেগা প্রকল্পের কর্মীদের কার্ড ইত্যাদি। ফলে অনেক গ্রাহকের মনেই প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশ পাওয়ার পরে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা না করেই কি ব্যাঙ্কগুলি আধার সংযুক্তিকরণ করতে চাপ দেবে? যে সমস্ত গ্রাহক এখন নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে আধার সংযুক্তিকরণের জন্য বলা হবে কি?

এ ব্যাপারে চেষ্টা করেও রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস জানান, ‘‘সুপ্রিম কোর্টের রায় না বেরনো পর্যন্ত আমরা আইনত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের জন্য গ্রাহকদের বলতে পারব না। আপাতত পুরনো নথির ভিত্তিতেই কেওয়াইসি করা যাবে।’’

উল্লেখ্য, মাস ছয়েক আগেও এক বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে সে সময় একই সঙ্গে বলা হয়েছিল, আধার যোগ করার বিষয়টি সমস্ত ক্ষেত্রে করতে হবে না। শুধুমাত্র কালো টাকা প্রতিরোধ আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে হবে। ওই আইন অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে আধার কার্ডের তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু তখনও ব্যাঙ্কগুলি সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রেই আধার নম্বর যুক্ত করার জন্য গ্রাহকদের চাপ দিচ্ছিল। প্রশ্ন উঠছে, তার পুনরাবৃত্তি এ বারও ঘটবে না তো?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy