Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Purnendu Chatterjee

গার্ডেন সিল্ক মিলস কিনছেন পূর্ণেন্দু

। চ্যাটার্জি গোষ্ঠী সূত্রের খবর, এই অধিগ্রহণের লেনদেন মূল্য প্রায় ৭৫০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৪:৩১
Share: Save:

দেউলিয়া হয়ে যাওয়া গুজরাতের সংস্থা গার্ডেন সিল্ক মিলস কিনে নিচ্ছেন বাঙালি শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। গার্ডেন সিল্ক ব্র্যান্ডের শাড়ি তৈরিতে বিখ্যাত ওই সংস্থাটি কেনার জন্য জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালের (এনসিএলটি) কাছে যে প্রস্তাব দিয়েছিল তাঁর চ্যাটার্জি

গোষ্ঠীর অন্যতম সংস্থা এমসিপিআই, তাতে সায় মিলেছে। চ্যাটার্জি গোষ্ঠী সূত্রের খবর, এই অধিগ্রহণের লেনদেন মূল্য প্রায় ৭৫০ কোটি টাকা। গোটা প্রক্রিয়া দেড়-দু’মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা তাদের।

প্রায় চার দশক আগে যাত্রা শুরু করেছিল বস্ত্র শিল্পে যুক্ত গার্ডেন সিল্ক মিলস। গুজরাতের সুরাতে দু’টি কারখানা তাদের। বস্ত্র শিল্পের দু’টি প্রধান কাঁচামাল, পলিয়েস্টারের সুতো এবং চিপ তৈরি করে সংস্থাটি। এক সময় তাদের তৈরি গার্ডেন ভ্যারিলি ব্র্যান্ডের শাড়ির প্রচার করেছেন বলিউডের প্রথম সারির নায়িকারা।

সংশ্লিষ্ট শিল্পমহল সূত্রের খবর, প্রথমে নোটবাতিল এবং তার পরে তড়িঘড়ি জিএসটি চালুর যে ধাক্কা বস্ত্র শিল্পকে বেসামাল করেছিল, তার প্রভাব পড়ে গার্ডেন মিলসের উপরেও। ধারের বোঝায় জেরবার হয় তারা। দেউলিয়া হওয়ায় বছরখানেক আগেই সংশ্লিষ্ট আইনে সংস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। সংস্থাটির রাশ হাতে নেওয়ার দৌড়ে চ্যাটার্জি গোষ্ঠীর সঙ্গে পাল্লা দিচ্ছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়-ও। তবে শেষ পর্যন্ত জিতলেন পূর্ণেন্দুবাবুই।

তাঁর সংস্থা এমসিপিআই যে ‘পিটিএ’ তৈরি করে, সেটি পলিয়েস্টার তৈরির অন্যতম কাঁচামাল। গার্ডেন মিলস তাদের থেকে সেটি কিনত। এমসিপিআইয়ের এক মুখপাত্র জানান, এখন সেই সংস্থাই হাতে এলে অনুসারী শিল্পও সার্বিক ভাবে তাঁদের বৃহত্তর ব্যবসার পরিধির মধ্যে ঢুকবে। পলিয়েস্টার সুতো ও চিপের বাজারের প্রায় ১৫% গার্ডেন মিলসের দখলে। গত জুনে এনসিএলটি-র কাছে এই অধিগ্রহণের প্রস্তাব দেয় এমসিপিআই।

করোনা আবহে চ্যাটার্জি গোষ্ঠীর এটি দ্বিতীয় অধিগ্রহণ। জুলাইয়ে আমেরিকার ম্যাকডরমট ইন্টারন্যাশনালের কাছ থেকে লমুস টেকনোলজিকে কিনেছে গোষ্ঠীর হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল)। পেট্রোকেমিক্যালস ছাড়াও তেল শোধন, গ্যাস প্রক্রিয়াকরণ এবং কোল গ্যাসিফিকেশন বা কয়লা থেকে গ্যাস উৎপাদনের ক্ষেত্রে লমুস টেকনোলজির নিজস্ব প্রযুক্তি রয়েছে। ফলে সে সব হাতে এসেছে এইচপিএলের। এর আগে এইচপিএল ও মিৎসুবিশি কেমিক্যালস, রাজ্যের শিল্পায়নের দুই গুরুত্বপূর্ণ প্রকল্প সঙ্কটে পড়ার পরে তাদের চাকা ঘুরিয়ে নতুন দৌড় শুরু হয়েছে পূর্ণেন্দুবাবুর চ্যাটার্জি গোষ্ঠীর হাত ধরেই। সেই দৌড়ে এ বার শামিল হচ্ছে গার্ডেন মিলস-ও।

অন্য বিষয়গুলি:

Purnendu Chatterjee Garden silk mills
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy