Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Fuel

রাজধানীতে পেট্রলের দর এ বার ডিজেলের পেছনে

বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও দেশে তেলের দাম টানা বেড়েছে। আশঙ্কা, লকডাউন শিথিল হয়ে পরিবহণ ব্যবস্থা চালু হওয়ায় এতে আমজনতার দুর্ভোগ আরও বাড়বে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৩:১৪
Share: Save:

টানা ১৮ দিন বাড়ার ফলে দিল্লিতে এক লিটার ডিজেল দামি হল পেট্রলের থেকে। বুধবার েসখানে ডিজেল ছিল ৭৯.৮৮ টাকা। পেট্রল ৭৯.৭৬। ২০১৮ সালে ওড়িশায় একই ঘটনা ঘটেছিল।

জ্বালানির চড়া দর নিয়ে এ দিনও কেন্দ্রকে এক হাত নেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। বলেন, করোনা সংক্রমণ ও জ্বালানির দর— দু’টিকেই ‘আনলক’ করেছে তারা। এর প্রতিবাদে আগামী সোমবার স্বাস্থ্য বিধি মেনেই দেশের সব জেলার সদর দফতরে দু’ঘণ্টার ধর্নায় বসবেন কংগ্রেস সমর্থকেরা। দাবিপত্র দেবেন রাষ্ট্রপতিকে। ক্ষুব্ধ অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের দাবি, ট্রাক পরিবহণের ৬৫% খরচই ডিজেলের। ওই জ্বালানির দাম বাড়ায় আয় কমেছে। তাদের হুঁশিয়ারি, ডিজেলের দর না-কমলে ট্রাক চলবে না।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও দেশে তেলের দাম টানা বেড়েছে। আশঙ্কা, লকডাউন শিথিল হয়ে পরিবহণ ব্যবস্থা চালু হওয়ায় এতে আমজনতার দুর্ভোগ আরও বাড়বে। দিল্লিতে ডিজেলের দর পেট্রলকে ছাপিয়ে যাওয়ার জন্য অবশ্য রাজ্যের ভ্যাট বৃদ্ধির যুক্তিকেই হাতিয়ার করেছেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিংহ। তবে শুল্ক বৃদ্ধির পাশাপাশি, বিশ্ব বাজারে অশোধিত তেল, পেট্রোপণ্যের দামের অবস্থাকেও দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন: চিঠিতেই জটিলতা, ১১০০ কোটি ডলারের সম্পদ নিয়ে চার হিন্দুজা ভাইয়ের বিরোধ আদালতে

এ দিকে, জানুয়ারি-মার্চে ৫১৮৫ কোটি টাকা ক্ষতি গুনেছে আইওসি।

অন্য বিষয়গুলি:

Fuel Petrol Diesel Economy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy