Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Petrol

ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, টানা ১৫ দিন লাগাতার মূল্যবৃদ্ধি

১৫ দিনে পেট্রলের দাম মোট বেড়েছে লিটার প্রতি ৮.৮৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে মোট বেড়েছে ৭.৯৭ টাকা।

লাগাতার ১৫ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। —ফাইল চিত্র

লাগাতার ১৫ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২০ ১৪:৫২
Share: Save:

রবিবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। এ নিয়ে টানা ১৫ দিন মূল্যবৃদ্ধি হল। দিল্লিতে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রলের দামও গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ। রবিবার দেশের রাজধানীতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৮.২৭ টাকা। লিটার প্রতি পেট্রলের মূল্য ৭৯.২৩ টাকা। এ দিন কলকাতায় ডিজেলের দাম পৌঁছেছে ৭৩.৬১ টাকা প্রতি লিটার। পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৮০.৯৫ টাকা।

এ দিনের মূল্যবৃদ্ধি ধরলে ১৫ দিনে পেট্রলের দাম মোট বেড়েছে লিটার প্রতি ৮.৮৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে মোট বেড়েছে ৭.৯৭ টাকা। লকডাউনের পর গত ৭ জুন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে তেল বিপণন সংস্থাগুলি। ভারতের ঘরোয়া বাজারে জ্বালানি তেলের খুচরো মূল্যের ওঠানামা নির্ভর করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এবং ফোরেক্সের উপর। তবে এ দেশে তেলের দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

এর আগে ২০১৮-র ১৬ অক্টোবর দিল্লিতে ডিজেলের দাম পৌঁছেছিল লিটার প্রতি ৭৫.৬৯ টাকায়। এ দিনের দাম অবশ্য সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। পেট্রলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছিল ৪ অক্টোবর ২০১৪-তে। ওই দিন লিটার প্রতি পেট্রলের দাম হয়েছিল ৮৪ টাকা। সে সময় অবশ্য শুল্ক ছাড় দিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন: ‘দেখছি কী করা যায়’, ভারত-চিন সঙ্ঘাতে মধ্যস্থতায় আগ্রহী ট্রাম্প

অন্য বিষয়গুলি:

Petrol Diesel Petrol Diesel Rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE