Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে তোপ চিদম্বরমের 

তিনি বলেছেন, এই বৃদ্ধির হার কর্মসংস্থান তৈরির পক্ষে যথেষ্ট নয়। এই পরিস্থিতির বদল ঘটাতে হলে কিছু সংস্কারমূলক পদক্ষেপ করতে হবে। 

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

নিজস্ব প্রতিবেদন 
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৭:০৯
Share: Save:

আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী। গত কয়েক মাসে টানা বেড়ে চলেছে খুচরো মূল্যবৃদ্ধি। কর্মসংস্থানের ছবি ধূসর। এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকারকে সতর্ক করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বললেন, বেকারত্বের হার বাড়লে এবং রোজগার কমলে তরুণ প্রজন্মের ক্ষোভ বাড়তেই থাকবে। এই প্রসঙ্গে অনেকে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের পরামর্শের কথা মনে করাচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, এই বৃদ্ধির হার কর্মসংস্থান তৈরির পক্ষে যথেষ্ট নয়। এই পরিস্থিতির বদল ঘটাতে হলে কিছু সংস্কারমূলক পদক্ষেপ করতে হবে।

সোমবার স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার সমীক্ষা রিপোর্টে কাজের ছবি সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফে নাম লেখানো কমতে পারে। কয়েকটি রাজ্যে কমেছে বাইরে থেকে পাঠানো টাকার অঙ্ক। এই দুই পরিসংখ্যানই আদতে কর্মসংস্থানের উদ্বেগজনক ছবি তুলে ধরছে। মঙ্গলবার চিদম্বরম টুইটারে লিখেছেন, ‘‘বেকারত্ব বাড়লে এবং আয় কমলে যুব ও ছাত্রদের ক্ষোভের বিস্ফোরণ হতে পারে।’’

এরই মধ্যে ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ৭.৩৫% ছুঁয়েছে। কমছে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা। প্রশ্ন উঠেছে, মূল্যবৃদ্ধির ধাক্কায় সুদ কমাতে না-পারলে বিনিয়োগ আসবে কী ভাবে? আর বিনিয়োগ না এলে কর্মসংস্থান এবং কেনাকাটা বাড়বে কী করে? সে ক্ষেত্রে বৃদ্ধির হারকে উঁচুতে তোলাও তো মুশকিল হবে! চিদম্বরমের বক্তব্য, ‘‘অযোগ্যতার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ২০১৪ সালের জুলাইয়ে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৩৯%। গত ডিসেম্বরে তা ফের ৭.৩৫% ছুঁয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Unemployment P Chidambaram Inflation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy