Advertisement
০৫ নভেম্বর ২০২৪
NPA

এনপিএ কমেছে, জালিয়াতি ঊর্ধ্বমুখী

এ দিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ দীপক (দেব) অধিকারীর এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০১৮ সালের ৩১ মার্চ এনপিএ ছিল ৮.৯৫ লক্ষ কোটি টাকা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৪
Share: Save:

অনুৎপাদক সম্পদের (এনপিএ) ধাক্কায় যথেষ্ট অস্বস্তিতে দেশের ব্যাঙ্কিং ক্ষেত্র। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। এই প্রেক্ষিতে সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্র জানাল, চলতি অর্থবর্ষের প্রথমার্ধে কিছুটা হলেও উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এনপিএ-র ছবিতে। যদিও কেন্দ্রের মাথাব্যথা বাড়াচ্ছে ক্রমবর্ধমান জালিয়াতির অঙ্ক।

এ দিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ দীপক (দেব) অধিকারীর এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০১৮ সালের ৩১ মার্চ এনপিএ ছিল ৮.৯৫ লক্ষ কোটি টাকা। পরের দেড় বছরে তা অবশ্য ১.৬৮ লক্ষ কোটি টাকা কমেছে। গত ৩০ সেপ্টেম্বরে তা দাঁড়িয়েছে ৭.২৭ লক্ষ কোটি।

ওই তৃণমূল সাংসদেরই প্রশ্নের লিখিত উত্তরে লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৬-১৭ অর্থবর্ষে ২৩,৯৩৪ কোটি টাকার জালিয়াতির কথা জানিয়েছিল ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি। পরের কয়েক বছরে বাড়তে বাড়তে চলতি অর্থবর্ষের প্রথমার্ধে তা হয়েছে ১.১৩ লক্ষ কোটি।

অন্য বিষয়গুলি:

NPA Bank Fruad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE