অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।—ছবি পিটিআই।
হোটেল-রেস্তরাঁ থেকে পর্যটন, গাড়ি থেকে আবাসন শিল্প— কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য নাগাড়ে দরবার করছে যারা, ফের অপেক্ষার দিন গোনা শুরু হল তাদের। কারণ, মঙ্গলবার আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ জানিয়েছেন, অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে শীঘ্রই তৃতীয় দফার আর্থিক দাওয়াই ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকলের সমস্ত সাহায্যের আর্জি খতিয়ে দেখা চলছে।
প্রথম দু’দফার দাওয়াইয়ের পরে বিভিন্ন মহলের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্র। অভিযোগ ওঠে, করোনা বহু মানুষের রুটি-রুজি কাড়লেও, সরকার রাজকোষ থেকে খরচের পথ এড়িয়ে শুধু ঋণের সুযোগ খুলে নাম কিনতে চাইছে। শিল্পের একাংশ বলছে, এই অবস্থায় ভরসা তৃতীয় দফার দাওয়াই। বিশেষত তাদের কাছে, যারা আগের প্যাকেজ দু’টিতে হতাশ হয়েছিল।
যদিও এ দিন পুরনো দাওয়াইগুলি নিয়েই ফের প্রচারে নেমেছে বিজেপি। অক্টোবরে ১ লক্ষ কোটি টাকা ছাড়ানো জিএসটি আদায় ও উৎপাদন শিল্পের সূচক নিক্কেই পিএমআইয়ের ১৩ বছরের সর্বোচ্চ (৫৮.৯) হওয়াকে তুলে ধরে বলেছে, প্রমাণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনীতি ঠিক পথে চলেছে। এ দিনই প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ফের আন্তর্জাতিক লগ্নি টানতে মাঠে নামবেন মোদী। ‘ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডটেবল’-এ ফের ভারতের ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হওয়ার স্বপ্ন ফেরি করবেন। বিভিন্ন দেশের ২০টি বৃহৎ পেনশন ও রাষ্ট্রায়ত্ত লগ্নি তহবিল সংস্থা অংশ নেবে যেখানে।
কেন্দ্রের ঘোষণা
• কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডটেবল, ২০২০। কেন্দ্রের আয়োজিত এই অনলাইন লগ্নি বৈঠকে বিশ্বের প্রথম সারির আর্থিক লগ্নিকারী সংস্থাগুলি ছাড়াও থাকবেন অর্থমন্ত্রী, শীর্ষ স্তরের নীতিপ্রণেতারা, বিভিন্ন ক্ষেত্রের নিয়ন্ত্রক ও একঝাঁক দেশীয় শিল্পপতি।
• বৈঠকের লক্ষ্য, ভারতের অর্থনৈতিক ও লগ্নি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, কাঠামোগত সংস্কার ও অর্থনীতিকে ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের পরিকল্পনা নিয়ে আলোচনা। সঙ্গে দেশে আন্তর্জাতিক লগ্নি বৃদ্ধির উপায় খোঁজা।
• অর্থনীতিকে চাঙ্গা করতে খুব শীঘ্রই পরের দফার দাওয়াই-ও ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন বিভিন্ন শিল্পের তরফে জমা পড়া আর্জি ও পরামর্শ খতিয়ে দেখছেন তিনি।
• অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, সেটা পরিষ্কার। খাদ্যপণ্যের চড়া দাম সাময়িক সমস্যা। কেন্দ্র দাম কমাতে পদক্ষেপ করেছে। বাজারে নতুন ফসল ঢুকলেই স্বস্তি মিলবে।
বহাল উদ্বেগ
• সরকারি পরিসংখ্যানে প্রকাশ, অক্টোবরে ফের ৫.৪% কমেছে রফতানি। এপ্রিল-অক্টোবর, সাত মাসে সঙ্কুচিত ১৯.০৫%।
• জুন ত্রৈমাসিকে বিএসই-তে নথিভুক্ত বড় ১৫৫টি ব্যাঙ্ক, আর্থিক ও বিমা সংস্থা ৪.৩৯ লক্ষ কোটি টাকা আয় হারিয়েছে, জানিয়েছে উপদেষ্টা ইওয়াই ইন্ডিয়া।
• জ্বালানির চাহিদা মার খাওয়ায় টানা ছ’মাস কমছে অশোধিত তেল আমদানি।
• সমীক্ষায় দাবি, প্রায় অর্ধেক ভারতীয় সংসার চালাতে প্রাথমিক ভাবে ধারের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
বিজেপির মুখপাত্র গোপালকৃষ্ণন আগরওয়ালের দাবি, বিভিন্ন শিল্পের ৪৭০ টি সংস্থা সেপ্টেম্বর ত্রৈমাসিকে যে রকম মুনাফা করেছে, তাতে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ স্পষ্ট। বজাজও বলেন, তা চাঙ্গা হচ্ছে প্রত্যাশার থেকে দ্রুত। তবে সরকারি পরিসংখ্যান বলছে, অক্টোবরে রফতানি ফের কমেছে। অশোধিত তেল আমদানিও বাড়েনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy