Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Nirmala Sitharaman

Nirmala Sitharaman: পেনশন বৃদ্ধিতে দেরির অভিযোগ

ব্যাঙ্ক কর্মীদের একাংশের অভিযোগ, সিদ্ধান্ত অনেক আগেই হয়েছিল। সুবিধা ঘোষণায় অযথা এত দেরি হল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ০৫:৩০
Share: Save:

গত নভেম্বরে সই হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেতন সংশোধনের চুক্তি। তাতে কর্মীদের পারিবারিক পেনশন বাড়ানোর যে কথা বলা হয়েছিল, তা-ই বুধবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, অবসর নেওয়ার সময় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীর বেতনের ৩০% পারিবারিক পেনশন দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে সরকার। কেন্দ্রের দাবি, এর ফলে মাসিক পেনশন ৩০-৩৫ হাজার টাকায় পৌঁছতে পারে। আগে সর্বোচ্চ ৯২৮৪ টাকা মিলত। পেনশন প্রকল্প এনপিএসে কর্মীর বেতনের যে অংশ নিয়োগকারী ব্যাঙ্ক দেয়, তার হারও বাড়ছে। ১০% থেকে বেড়ে তা হয়েছে ১৪%। এটাও বেতন চুক্তিতে ছিল।

ব্যাঙ্ক কর্মীদের একাংশের অভিযোগ, সিদ্ধান্ত অনেক আগেই হয়েছিল। সুবিধা ঘোষণায় অযথা এত দেরি হল। অর্থমন্ত্রীকে এ দিনের ঘোষণার জন্য ধন্যবাদ জানালেও ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের আহ্বায়ক গৌতম নিয়োগী ও অফিসারদের সংগঠন আইবকের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলছেন, ‘‘নভেম্বরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ এবং কর্মী সংগঠনের মধ্যে বেতন চুক্তির অঙ্গ এগুলি। সরকার নিজে থেকে বাড়তি কিছু দেয়নি।’’ এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের বক্তব্য, ‘‘চুক্তির অন্যান্য প্রস্তাব কার্যকর হলেও পারিবারিক পেনশন এবং এনপিএসের সুবিধা প্রায় ৯ মাস পরে কার্যকর করল সরকার। এত দেরি হল কেন?’’ সঞ্জয়ের প্রশ্ন, এর মধ্যে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারও বর্ধিত পেনশন পাবে তো?

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Pension
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy