ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করেন, কিন্তু বিজ্ঞাপন এড়িয়ে যান? সেই দিন এ বার শেষ হতে চলেছে। এ বার বিজ্ঞাপন ছাড়া ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করলে গুনতে হতে পারে টাকা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, আপাতত ইওরোপে বিনা খরচে বিজ্ঞাপন ছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারের দিন শেষ হতে চলেছে। কয়েক মাসের মধ্যেই বিজ্ঞাপন ছাড়া এই দু’টি প্ল্যাটফর্ম ব্যবহারের সাবস্ক্রিপশন প্ল্যান আসতে পারে। সে ক্ষেত্রে প্রতি মাসে ১১০০ টাকারও বেশি খরচ করতে হতে পারে। যাঁরা খরচ করবেন না, তাঁদের বিজ্ঞাপন দেখা বাধ্যতামূলক। শুধু তাই নয়, যাঁরা শুধু ডেস্কটপে ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করবেন তাঁদের প্রতি মাসে ১০ ইউরো বা ৯০০ টাকার কাছাকাছি দিতে হবে। যাঁরা মোবাইলে ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করবেন তাঁদের এক হাজার টাকারও বেশি খরচ করতে হবে সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য।
আরও পড়ুন:
সমাজমাধ্যম সম্পর্কিত এই প্রতিবেদন প্রকাশের পরেই ভারত-সহ অন্যান্য দেশের মেটা ব্যবহারকারীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে, তা হলে কি ধীরে ধীরে সারা বিশ্বেই বিজ্ঞাপন ছাড়া সাবস্ক্রিপশন প্ল্যান চালু করবে মেটা?