স্থায়ী আমানতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ বৃদ্ধি। ছবি: সংগৃহীত।
ব্যাঙ্কগুলির জন্য খুশির খবর, স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ বাড়ল। প্রথম ত্রৈমাসিক হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় ব্যাঙ্কের স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৭.৪ শতাংশ। ত্রৈমাসিক বৃদ্ধির হিসাবে গত পাঁচ বছরে যা সর্বোচ্চ, আগে ২০২০-২১ অর্থবর্ষে নয় শতাংশ বৃদ্ধিই সর্বোচ্চ ছিল।
গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের থেকে এই অর্থবর্ষে ১৬ লক্ষ কোটি টাকা বেশি বিনিয়োগ করা হয়েছে। রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং কেয়ার রেটিং অনুযায়ী, এই অর্থবর্ষে ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্কগুলির স্থায়ী আমানতে জমা রাখা হয়েছে ১০৮ লক্ষ কোটি টাকা। গত অর্থবর্ষে এই বিনিয়োগের পরিমাণ ছিল ৯২ লক্ষ কোটি টাকা।
প্রসঙ্গত, সেভিং, কারেন্ট-সহ সব ধরনের অ্যাকাউন্টে মোট বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১২.৬ শতাংশ। ৩০ জুন পর্যন্ত সব ধরনের অ্যাকাউন্টে মোট জমা রাখা হয়েছে ১৮৫.৩ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ৫৯.৭ লক্ষ কোটি টাকা জমানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে এবং ১৭.৫৮ লক্ষ কোটি টাকা রয়েছে কারেন্ট একাউন্টে।
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের স্থায়ী আমানত বা মেয়াদী আমানতে টাকা জমানোর অন্যতম কারণ হল সুদবৃদ্ধি। রিজ়ার্ভ ব্যাঙ্কের রেপো রেট নিয়মিত বেড়ে যাওয়ার ফলে সুদও বাড়ছে ব্যাঙ্কগুলিতে। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে রিজ়ার্ভ ব্যাঙ্কের রেপো রেট ছিল চার শতাংশ, এখন সেখানে ৬.৫ শতাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy