এক বছরের মধ্যে পাঁচ বার সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। মাত্র ১৫ দিনের মধ্যে পরপর দু’বার স্থায়ী আমানতে সুদ কমিয়েছে এসবিআই। এ দিকে পোস্ট অফিসের সুদও কমেছে। সঞ্চয়ের ক্ষেত্রে মধ্যবিত্তের মূল ভরসা ব্যাঙ্ক এবং পোস্ট অফিস। দ্রুত সুদের হার কমায় দুশ্চিন্তায় গ্রাহকেরা। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক না পোস্ট অফিস কোথায় টাকা রাখলে সুদ বেশি মিলবে? দেখে নিন।
স্থায়ী আমানতে এসবিআইয়ের সুদের হার সর্বনিম্ন ৪.৫০ শতাংশ থেকে সর্বাধিক ৬.৭০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। যেখানে পোস্ট অফিসের সংশোধিত সুদের হার সর্বনিম্ন ৬.৯ শতাংশ থেকে সর্বাধিক ৭.৭ শতাংশ। তবে এসবিআইয়ের স্থায়ী আমানতের মেয়াদ ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর পর্যন্ত হয়। আর পোস্ট অফিসের টার্ম ডিপোজিটের মেয়াদ ১, ২, ৩ এবং ৫ বছর।