Advertisement
২১ ডিসেম্বর ২০২৪

আবার সরব কিরণ, তবে নির্মলা অনড়ই

বজাজের  বক্তব্য সম্পর্কে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, এতে জাতীয় স্বার্থে ধাক্কা লাগতে পারে। আজ লোকসভায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিপি-র সুপ্রিয়া সুলে।

কিরণ মজুমদার শ। —ছবি পিটিআই।

কিরণ মজুমদার শ। —ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০৪:১৯
Share: Save:

শিল্পপতি রাহুল বজাজকে সমর্থন করে আবার মুখ খুললেন কিরণ মজুমদার শ।

তাঁর স্পষ্ট কথা, কেন্দ্রীয় সরকার যাঁদের সমর্থক বলে ভাবে, তাঁদের বাদ দিয়ে এ বার অন্যদের মতামত শোনা শুরু করুক। মোদী সরকারের আমলে ভয়ে কেউ মুখ খোলেন না, এ কথা বলার পর বিজেপির মন্ত্রী-নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন শিল্পপতি রাহুল বজাজ। তাঁর সমর্থনে শিল্পমহলে একমাত্র কিরণই টুইট করেন। বায়োকন প্রধান কিরণ আজও বলেন, ‘‘কেন্দ্র শিল্পমহলকে দূরে সরিয়ে রেখেছে। আমরা ব্রাত্য। কিন্তু যে কোনও সমালোচনাকে দেশবিরোধী বা সরকারবিরোধী বলে ধরে নেওয়া হচ্ছে কেন?’’ তবে কিরণ ছাড়া কোনও শিল্পপতিই মুখ খোলেননি।

বজাজের বক্তব্য সম্পর্কে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, এতে জাতীয় স্বার্থে ধাক্কা লাগতে পারে। আজ লোকসভায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিপি-র সুপ্রিয়া সুলে। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকেছেন নির্মলা। তাঁর যুক্তি, একান্তই ব্যক্তিগত ধ্যানধারণা প্রচার করার চেষ্টা করলে তা ‘জাতীয় স্বার্থে’ ধাক্কা দেবে। নির্মলার মন্তব্যের জবাবে কিরণ আজ বলেছেন, ‘‘শিল্পমহল রাষ্ট্রবিরোধী নয়। সরকার-বিরোধীও নয়। আমরা চাই, দেশ দ্রুততম অর্থনীতি হিসেবে সাফল্যের চূড়োয় পৌঁছে যাক। আমি গর্বিত, অরাজনৈতিক নাগরিক। দ্বিতীয় ইউপিএ সরকারের সমালোচনা নিয়মিত করেছি। শুধু চাই, সরকার কেন্দ্র ও রাজ্যে ভাল নীতি আনুক।

বজাজের মন্তব্য প্রসঙ্গে লোকসভায় এনসিপি-নেত্রী সুপ্রিয়া সুলে আজ বলেন, ‘‘মুম্বইয়ের শেয়ার সূচক মনোভাবের উপরেই নির্ভর করে। যদি প্রথম সারির শিল্পপতিদের মনোভাব এমন হয়, তা হলে কী হাল হবে?’’ জবাবে নির্মলা বলেন, ‘‘আমরা শুনছি, সাড়া দিচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মনোভাব থেকেই কথা বলেছেন। আমরা মোটেই বলছি না যে প্রশ্ন করতে পারবেন না। আমার অর্থমন্ত্রী হিসেবে ছয় মাস হওয়ার আগেই আমাকে সবথেকে খারাপ অর্থমন্ত্রী বলা হয়েছে। আমি গোটা দেশে ঘুরে শিল্পমহলের সঙ্গে কথা বলেছি। বলেছি, নতুন পরামর্শ দিন। এই সরকার, তার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ইতিবাচক মনোভাব নিয়েই সমালোচনা শুনেছে।’’

আরও পড়ুন: বর্তমান দর-নির্ভর জিডিপি এত কম! বৃদ্ধির হিসেবে চিন্তিত কেন্দ্রীয় কর্তারাই

বজাজ ভয়ের প্রসঙ্গ তোলার পর অমিত বলেছিলেন, যে ভয়ের কারণ নেই। তারপরেও যদি এমন মনোভাব থাকে, পরিস্থিতি উন্নতির চেষ্টা করা হবে। কিরণের মতে, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলার পরও শাসক পক্ষের নেতা-মন্ত্রীরা বজাজের সমালোচনা করছেন। এটা ঠিক নয়। বজাজ যে শিল্পমহলের ভয়ের কথাটা বলতে পেরেছেন, তাতে আমরা হাঁফ ছেড়েছি।’’ তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা প্রসঙ্গেই আজ খোঁচা দিয়েছেন মোদী সরকারের সদ্য-প্রাক্তন ভারী শিল্পমন্ত্রী, শিবসেনার অরবিন্দ সাবন্ত। তাঁর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভয়ের মনোভাব থাকলে পরিস্থিতির উন্নতির চেষ্টা করা হবে। পরিস্থিতির উন্নতি করতে হবে মানে ভয়ের পরিবেশ রয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Kiran Mazumdar-Shaw Rahul Bajaj Amit Shah Nirmala Sitharaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy