Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jute Mill

আকাশছোঁয়া পাটের দরে আতঙ্ক

এ থেকে বাঁচানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পিনাকী বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৩:৩০
Share: Save:

বাড়তে বাড়তে কলকাতার বাজারে এই প্রথম কুইন্টালে ৬০০০ টাকা ছাড়াল কাঁচা পাটের দাম (টিডি-৫ মানের)। যে পাটে বস্তা তৈরি হয়। চটশিল্পের দাবি, লকডাউনে কারখানা বন্ধ থাকার ধাক্কা কাটার আগেই কাঁচা পাটের জোগানের অভাবে সিঁদুরে মেঘ দেখছিল তারা। কারণ এ বার উৎপাদনই কম হয়েছে। কিন্তু দর যে এত চড়বে ভাবা যায়নি।

সূত্রের খবর, এ থেকে বাঁচানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ।

একাংশের অভিযোগ, এ জন্য দায়ী বেআইনি মজুতদারিও। আর পাট ব্যবসায়ীদের দাবি, চাষে ক্ষতি ও চাষিরা সব পাট না-বেচায় জোগানে ঘাটতি থাকছে। ফলে বাড়ছে দাম। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী জানান, জোগান বাড়িয়ে দর কমাতে মজুতের পরিমাণ ১৫০০ কুইন্টাল থেকে ৫০০ করার নির্দেশ জারি হয়েছে। আইজেএমএ-র প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়ার মত, এত দামে পাট কেনা অনেক চটকলের পক্ষেই সম্ভব নয়। এটা চললে উৎপাদন বন্ধ হবে।

চাহিদা-জোগানে ঘাটতির জেরে জুনে শহরে পাট ছিল কুইন্টালে প্রায় ৪৪০০ টাকা। তার পরে ক্রমাগত বেড়েছে। শিল্পের উদ্বেগ, কেন্দ্রের বরাত মাফিক বস্তা সরবরাহ কঠিন হবে এতে।

অন্য বিষয়গুলি:

Jute Mill Jute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy