Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Jawa Motocycles

বাজারে এ বার মিলবে জাওয়া বাইকের অ্যাক্সেসরিজ, দাম মাত্র...

বর্তমানে বাজারে জাওয়ার দু’টি মডেল পাওয়া যায়। জাওয়া এবং জাওয়া-৪২ নামের ওই দু’টি মডেলের দিল্লিতে এক্স শো-রুম মূল্য যথাক্রমে ১ লক্ষ ৬৪ হাজার টাকা এবং ১ লক্ষ ৫৫ হাজার টাকা।

দুর্দান্ত গতি সম্পন্ন জাওয়া বাইক। ছবি সৌজন্য: জাওয়া মোটরসাইকেল ওয়েবসাইট।

দুর্দান্ত গতি সম্পন্ন জাওয়া বাইক। ছবি সৌজন্য: জাওয়া মোটরসাইকেল ওয়েবসাইট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০৯:৪৫
Share: Save:

৩০০ সিসি-র দুর্দান্ত গতি সম্পন্ন জাওয়া বাইক ফিরে আসার পর বাজারে হইহই পড়ে গিয়েছে। গত বছরের নভেম্বরে বাইকটি লঞ্চ হয়।
বর্তমানে বাজারে জাওয়ার দু’টি মডেল পাওয়া যায়। জাওয়া এবং জাওয়া-৪২ নামের ওই দু’টি মডেলের দিল্লিতে এক্স শো-রুম মূল্য যথাক্রমে ১ লক্ষ ৬৪ হাজার টাকা এবং ১ লক্ষ ৫৫ হাজার টাকা।
কিন্তু, জাওয়া বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ এত দিন বাজারে পাওয়া যেত না। এ বার ওই সংস্থার তরফে জানানো হয়েছে, এখন থেকে জাওয়া-র সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যাবে।

জাওয়া বাইকের রাইডিং গ্লাভস্‌


যে সব অ্যাক্সেসরিজ পাওয়া যাবে এবং তার দাম—

ক্লাসিক গ্র্যাব রেল: ৭৪৯ টাকা ক্রোম ক্র্যাশ গার্ডস: ১ হাজার ৫৯৯ টাকা ম্যাট ব্ল্যাক ক্র্যাশ গার্ডস: ১ হাজার ৪৯৯ টাকা হ্যামারহেড ম্যাট সিট স্পয়লার: ৯৯৯ টাকা হ্যামারহেড ব্যাকরেস্ট-লাগেজ র‍্যাক: ৯৯৯ টাকা হ্যামারহেড গ্র্যাব রেল: ৩৯৯ টাকা হ্যামারহেড লাগেজ র‍্যাক: ৫৯৯ টাকা বার অ্যান্ড মিররস্‌: ১ হাজার ৪৯৯ টাকা

আরও পড়ুন: মধ্যবিত্তের সেরা বাজেট-ফোন! বাজারে আসছে রেডমি ৭-এ

জাওয়া বাইকের রাইডিং গিয়ারের তালিকা এবং তার দাম—

ভাইজারওয়ালা হেলমেট (করোনা/হেলো): ২ হাজার ৩৪৯ টাকা রাইনক্স দিয়ে ডিজাইন করা রাইডিং জ্যাকেট: ৭ হাজার ৪৯৯ টাকা রাইডিং গ্লাভস্‌: ২ হাজার ৪৯৯ টাকা জাওয়া প্রিন্টেড টি-শার্ট: ৮৯৯ টাকা

১৯৯৬ সালে উৎপাদন বন্ধ করে দিয়েছিল জাওয়া। তার ২২ বছর পর ২০১৬-য় ফের বাজারে আসে জাওয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র হাত ধরে। ওই সংস্থার তরফে জানানো হয়েছিল, তারাই জাওয়া বাইক তৈরি ও বিক্রি করবে। এই বাইকটিতে রয়েছে রাউন্ড ইন্ডিকেটর, রাউন্ড মিররস্‌, টেলিস্কোপিক ফর্ক, বিএস-৬ রেডি ইঞ্জিন, রাউন্ডেড হেডলাইট, কার্ভ ট্যাঙ্ক, স্পোক হুইলস, ফ্ল্যাট সিট। জাওয়া বাইক পাওয়া যায় নেবুলা ব্লু, লুমাস লাইম এবং মেরুন রঙে। পুণের আর অ্যান্ড ডি সেন্টার, ইতালির ভারেসের টেকনিক্যাল সেন্টারের সহায়তায় ২৭ হর্সপাওয়ার ও ২৮ এনএম পিক টর্ক নিয়ে ৬ স্পিড গিয়ারবক্স ফিচারযুক্ত এই বাইকটি বাজারে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: গ্যাসের ভুয়ো সাইটে প্রতারণা

অন্য বিষয়গুলি:

JAWA JAWA Motorcycles JAWA Forty Two Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy