Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৪
ICRA

তেলের দাম ২-৩ টাকা কমানো সম্ভব: ইক্রা

সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গ্রুপ হেড গিরিশ কুমার কদম বলেন, তেল সংস্থাগুলি এই মাসে ব্যবসা থেকে নিট যা পাবে পেট্রলের ক্ষেত্রে তা লিটার পিছু ১৫ টাকা এবং ডিজ়েলে ১২ টাকা বেশি।

Representative Image

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৯
Share: Save:

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটা নেমেছে। তাই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আমদানি খরচ কমার সুবিধা ভারতের সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেবে কি না, তাই নিয়ে চর্চা তুঙ্গে। মহারাষ্ট্রে ভোটের আগে দিওয়ালির সময়টা দিয়ে তেমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমন জল্পনাও চড়ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মূল্যায়ন সংস্থা ইক্রার দাবি, গত কয়েক সপ্তাহে বিশ্ব বাজার সস্তা হওয়া অশোধিত তেল এ দেশে পেট্রল-ডিজ়েলের দাম লিটার পিছু ২-৩ টাকা কমানোর জায়গা করে দিয়েছে। তবে তার জন্য বিশ্ব বাজারের দাম এখন যেখানে নেমেছে, সেখানেই থিতু হয়ে থাকতে হবে।

দেশে পেট্রল-ডিজ়েলের দর বছর দুয়েকের বেশি সময় ধরে অপরিবর্তিত। শুধু লোকসভা ভোটের আগে মার্চে লিটারে ২ টাকা করে কমানো হয়েছিল। এক নোটে ইক্রা বলেছে, এর ফলে মাস সাত-আটেক আগের থেকে তেল সংস্থাগুলির ব্যবসার খরচের তুলনায় আয় অনেকটা বেড়েছে।

সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গ্রুপ হেড গিরিশ কুমার কদম বলেন, তেল সংস্থাগুলি এই মাসে ব্যবসা থেকে নিট যা পাবে পেট্রলের ক্ষেত্রে তা লিটার পিছু ১৫ টাকা এবং ডিজ়েলে ১২ টাকা বেশি। ফলে বিশ্ব বাজারে তেল স্থিতিশীল থাকলে দেশে দাম ২-৩ টাকা কমানো যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICRA Petrol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE