দীপাবলির অফার দিচ্ছে আইআরসিটিসি। ফাইল চিত্র
দুর্গাপুজো শেষ হয়ে গেলেও উৎসবের মরসুম শেষ হয়নি। সামনেই দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো। আর এই উৎসবের সময়ে যাঁরা বিমানে বাড়ি ফিরতে বা বেড়াতে যেতে চান তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেলের সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসটিসি)। এই সংস্থার মাধ্যমে বিমানের টিকিট কাটলে গ্রাহকরা বড় অঙ্কের ছাড় পাবেন। একই সঙ্গে আইআরসিটিসি জানিয়েছে, মাত্র ৫০ টাকা দিলেই টিকিটের সঙ্গে মিলবে ৫০ লাখ টাকার দুর্ঘটনা বিমা। আইআরসিটিসি এই সুযোগের নাম দিয়েছে ‘দিওয়ালি ধামাকা’।
বেশ কিছুদিন আগে থেকেই আইআরসিটিসি রেলের পাশাপাশি বিমানের টিকিট বিক্রি শুরু করে। এখন বাসের টিকিটও আইআরিসিটিস পোর্টাল থেকে কাটা যায়। সেই সঙ্গে হোটেল বুকিং মিলিয়ে ভ্রমণ প্যাকেজের সব কিছুর সুবিধাই দেয় আইআরসিটিসি। কিছু দিন আগেই পশ্চিমবঙ্গে গঙ্গায় ভেসে বিভিন্ন ঐতিহাসিক শহর ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে আইআরসিটিসি।
#Festive season calls for something special! #Book #flight tickets on #IRCTCAir, For booking benefits like easy booking, #lowest convenience fee of 50 , #Free insurance worth 50 Lac #LTC fare, special #defence fares & more https://t.co/fLKvfBLWUz /download app #DiwaliDhamaka
— IRCTC (@IRCTCofficial) October 27, 2021
এ বার দীপাবলির অফারের জন্য টুইটারে একটি ভিডিয়ো মেসেজ দিয়েছে আইআরসিটিসি। তাতে বলা হয়েছে, এই উৎসবের মরসুমে যাঁরা বিমানে চড়বেন তাঁদের সামান্য টাকায় বড় অঙ্কের বিমার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি বলা হয়েছে একসঙ্গে অনেক শহরের টিকিট কাটলেও অতিরিক্ত অর্থ গুনতে হবে না। আর এই সময় টিকিট কাটলে এলটিসি-র সুবিধাও নেওয়া যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy