Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Star Cement

কারখানা গড়তে রাজ্যে লগ্নি স্টার সিমেন্টের

দক্ষিণবঙ্গ এবং বিহারের কারখানা দু’টি তৈরিতে লগ্নির প্রস্তাব মোট ৮০০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ০৩:০২
Share: Save:

দেশে সিমেন্ট ব্যবসা সম্প্রসারণের জন্য বড় মাপের পরিকল্পনা হাতে নিয়েছে স্টার সিমেন্ট। যার অঙ্গ হিসেবে নতুন তিনটি সিমেন্ট তৈরির কারখানা গড়বে সংস্থাটি। এর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৪৫০ কোটি টাকা লগ্নিতে তৈরি হচ্ছে একটি। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মোট ৭,০০০ কর্মসংস্থান হবে বলে দাবি কর্তৃপক্ষের। উদ্বোধন হবে চলতি মাসেই। আর রাজ্যে অন্য কারখানাটি তৈরি হবে দক্ষিণবঙ্গে দুর্গাপুর লাগোয়া অঞ্চলে। শিলিগুড়ির কারখানাটি তৈরি হচ্ছে ৪৫ একর জমির উপরে। সংস্থা জানিয়েছে, এর মধ্যে ৯ একর জমির ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

স্টার সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল জানান, তাঁদের পরিকল্পনা অনুযায়ী তিন নম্বর কারখানাটি বিহারে তৈরি হবে। দক্ষিণবঙ্গ এবং বিহারের কারখানা দু’টি তৈরিতে লগ্নির প্রস্তাব মোট ৮০০ কোটি টাকা। দু’টিতেই বহু মানুষ কাজ পাবেন বলে দাবি তাঁর। শিলিগুড়ি, দক্ষিণবঙ্গ এবং বিহার, তিনটি কারখানার প্রতিটিতে বছরে ২০ লক্ষ টন করে সিমেন্ট তৈরি করার লক্ষ্যমাত্রা রয়েছে স্টারের। তবে শিলিগুড়িতে কারখানা তৈরির কাজ প্রায় শেষ হলেও, বাকি দু’টি জায়গায় সেই কাজ এখনও শুরু করেনি সংস্থা।

প্লাইবোর্ড, ল্যামিনেট্‌স এবং সিমেন্ট তৈরির পাশাপাশি পণ্য পরিবহণের পরিকাঠামো ব্যবসার সঙ্গে যুক্ত সেঞ্চুরি প্লাই গোষ্ঠীর সংস্থা স্টার সিমেন্ট। আগরওয়াল জানান, আগামী দিনে দেশে পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা করেছে, সে দিকে তাকিয়েই সিমেন্ট তৈরির উপরে আরও বেশি জোর দিতে চাইছেন তাঁরা। আর সংস্থার সিইও সঞ্জয় গুপ্ত জানান, আগামী তিন বছরের মধ্যে তাঁদের সিমেন্ট উৎপাদন ক্ষমতা ১ কোটি টনে নিয়ে যাওয়াই সংস্থার লক্ষ্য।

বর্তমানে স্টার সিমেন্টর মেঘালয়ে একটি সিমেন্ট প্রকল্প এবং শিলিগুড়িতেই লিজ়ে নেওয়া একটি গ্রাইন্ডিং কারখানা রয়েছে। গুপ্ত জানান, নতুন কারখানাটি চালু হলে সংস্থার মোট সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বেড়ে দাঁড়াবে বছরে ৬৩ লক্ষ টন। শিলিগুড়ির কারখানাটিতে উৎপাদিত সিমেন্ট দিয়ে উত্তরবঙ্গের পাশাপাশি বিহারের বাজারে দখল বাড়ানোই স্টার সিমেন্টের লক্ষ্য।

অন্য বিষয়গুলি:

Star Cement Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE