Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

অস্থির বিশ্বে জয়ের পথ খুঁজবে ইনফোকম

গত ২০০২ সালে শুরু হয়েছিল ইনফোকম। এ বার সাবালক হল তথ্যপ্রযুক্তি জগতের এই রাজসূয় যজ্ঞ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৫
Share: Save:

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ইনফোকম ২০১৯’। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২০০২ সালে শুরু হয়েছিল ইনফোকম। এ বার সাবালক হল তথ্যপ্রযুক্তি জগতের এই রাজসূয় যজ্ঞ। তিন দিন ধরে চলবে ইনফোকম ২০১৯। এ বারের ‘থিম’ বা মূল বিষয়— ‘উইনিং ইন দিস ভিইউসিএ (ভোলেটাইল, আনসার্টেন, কমপ্লেক্স, অ্যামবিগুয়াস) ওয়ার্ল্ড’। অর্থাৎ যে বিশ্ব অস্থির, অনিশ্চিত, জটিল ও অস্পষ্ট, তার মধ্যেই জয় ছিনিয়ে আনার কৌশল।

বিশ্বের সার্বিক অস্থির পরিস্থিতির মধ্যে কী ভাবে প্রযুক্তি, বাণিজ্যিক কৌশল ও যোগ্য নেতৃত্বের মিশেলে সেই জয় নিশ্চিত করতে হবে, তা নিয়ে বিবিধ মত তৈরি হচ্ছে। চলছে বিতর্কও। ৫ থেকে ৭ ডিসেম্বর, এই তিন দিনের অনুষ্ঠানে ইনফোকমের মঞ্চ থেকে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে প্রতিকূলতার মধ্যে থেকে সেই ‘যুদ্ধ’ জয়ের উপায়। উদ্ভাবনী শক্তি ও প্রযু্ক্তির মেলবন্ধনকে পুঁজি করে কী ভাবে ব্যবসার আঙিনায় সফল হওয়া যায়, তা নিয়ে তর্ক-বিতর্ক চলবে সেখানকার একাধিক আলোচনাসভা। ১২০০ প্রতিনিধি যোগ দেবেন। থাকবেন ১২০ জন বক্তা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে এ বার ইনফোকম আয়োজন করতে সহায়তা করেছে ন্যাসকম, সার্ক চেম্বার অব কমার্স ও বেঙ্গল চেম্বার অব কমার্স।

অন্য বিষয়গুলি:

INFOCOM 2019 Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy