Advertisement
২৩ জানুয়ারি ২০২৫

জোট বেঁধে ঋণ খতিয়ে দেখবে আইবিএ

কুমার জানান, এ জন্য ইতিমধ্যেই একটি কার্যকরী গোষ্ঠী তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেখানে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কের প্রতিনিধিরা থাকবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৯
Share: Save:

জোট বেঁধে কোনও সংস্থাকে ঋণ দেওয়ার বিষয়টি ঢেলে সাজাতে চায় ব্যাঙ্ক মালিকদের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)। সম্প্রতি আইবিএ-র প্রধান তথা স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার এ কথা জানিয়ে বলেন, অনেক সময়েই কোনও বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা অন্য কোনও নথি পেতে সংশ্লিষ্ট সংস্থাকে জোটের মধ্যে থাকা বিভিন্ন ব্যাঙ্কের কাছে দৌড়াতে হয়। এতে কখনও কখনও ছ’মাস থেকে দেড় বছরও সময় লেগে যায়। তত দিন আটকে থাকে প্রকল্প। আবার কোনও ক্ষেত্রে সার্টিফিকেট না-পেলে পুরো প্রকল্পই বাতিল করতে হয়। এই কথা মাথায় রেখে সংস্থাগুলির ঋণ পাওয়ার পথ আরও সরল করার জন্য উদ্যোগী হয়েছেন তাঁরা।

কুমার জানান, এ জন্য ইতিমধ্যেই একটি কার্যকরী গোষ্ঠী তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেখানে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কের প্রতিনিধিরা থাকবেন। ওই গোষ্ঠী জোট বেঁধে ঋণ দেওয়ার নানা দিক খতিয়ে দেখবে। কী ভাবে দ্রুত ঋণ কিংবা অন্যান্য অনুমোদন দেওয়া যায়, অন্যান্য কী অসুবিধা হতে পারে, সেই সব কিছুই খতিয়ে দেখা হবে। চাইলে কোনও ঋণদাতা যাতে সহজে জোট থেকে বেরোতে পারে, সেই পথও খোঁজা হবে। আগামী এপ্রিলের মধ্যে এর পুরো কাঠামো তৈরি করা সম্ভব হবে বলে তাঁর আশা। সংস্থার ঋণ জোগাড়ের অন্য পথও খোঁজা হচ্ছে বলে জানান কুমার। সে জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।

অন্য বিষয়গুলি:

Bank Loan IBA Indian Banks' Association RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy