প্রতীকী ছবি।
ব্যাঙ্ক ধর্মঘট এড়াতে কাল, বৃহস্পতিবার কর্মী-অফিসারদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ-এর সঙ্গে বৈঠকে বসছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ। তবে আলোচনা ব্যর্থ হলে পরিকল্পনা অনুযায়ী শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি), দেশ জুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট হবে বলে দাবি ইউএফবিইউ-র। ধর্মঘটের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে ধর্মঘট এড়াতে চাইছে আইবিএ। ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলির ডাকা তিন দফা ধর্মঘটের মধ্যে এটিই প্রথম।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর বলেন, ‘‘বৈঠকে দাবিগুলি নিয়ে দু’পক্ষ সমঝোতায় পৌঁছলে, তবেই ধর্মঘট তোলার কথা ভাবা হতে পারে।’’
ইউএফবিইউ-র আহ্বায়ক সিদ্ধার্থ খানের অভিযোগ, ‘‘৩৩ মাস ধরে বেতন সংশোধন হচ্ছে না। আইবিএ-র শ্রমিক বিরোধী মনোভাবের জন্যই বেতন চুক্তি হতে এত সময় লাগছে। বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy