Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Huawei

এক চার্জে দুই সপ্তাহ পার, ভারতে এল হুয়াইয়ের স্মার্ট ওয়াচ

দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপের সঙ্গে এই ঘড়ি আপনার ঘুমও মনিটর করবে। আপনি সারাদিনে কতক্ষণ ঘুমাচ্ছেন এবং অনিদ্রা বা অতিনিদ্রার ফলে আপনার স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ছে তাও জানাবে স্মার্ট ওয়াচটি।

ভারতে এল হুয়াইয়ের নতুন স্মার্ট ওয়াচ। ছবি সৌজন্যে: হুয়াই ওয়েবসাইট

ভারতে এল হুয়াইয়ের নতুন স্মার্ট ওয়াচ। ছবি সৌজন্যে: হুয়াই ওয়েবসাইট

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৭:১১
Share: Save:

গত মার্চ মাসে চিনা কোম্পানি হুয়াই তার নতুন ফোন পি ৩০ সিরিজের সঙ্গেই বাজারে তাঁদের স্মার্ট ওয়াচও আনে। বিশ্ববাজারে এই ঘড়ি পাওয়া গেলেও এতদিন ভারতে তা পাওয়া যেত না। সোমবার আনুষ্ঠানিক ভাবে ভারতে মুক্তি পেল হুয়াইয়ের স্মার্ট ওয়াচ জিটি অ্যাকটিভ, পাওয়া যাবে ফ্লিপকার্টের মত অনলাইন সাইটগুলিতে।

হুয়াইয়ের আগের স্মার্ট ওয়াচ জি টি ক্ল্যাসিকের সাফল্যের কথা মাথায় রেখেই আরও নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে জি টি অ্যাকটিভে। অ্যান্ড্রয়েড ও আইওএস –দুইধরনের অপারেটিং সিস্টেমের ফোনের সঙ্গেই সংযুক্ত হয়ে এই ঘড়ি চলবে। ভারতীয় বাজারে এই ঘড়ির দাম ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। ১.৩৯ ইঞ্চির আমোলেড এইচডি ডিসপ্লে যুক্ত এই ঘড়ি হালকা ওজনের হওয়ায় এটি ব্যবহারকারীরা বহু সময় ধরে পরে থাকতে পারবেন।

এই ঘড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ব্যাটারি লাইফ। স্মার্ট ওয়াচ ব্যবহারকারীদের সব থেকে বেশি অসুবিধার বিষয় হল এর চার্জ দেওয়া। একবার চার্জ দিলে এবং নিত্য ব্যবহার করলে চার্জ খুব বেশি চারদিন চলত, কিন্তু হুয়াইয়ের স্মার্ট ওয়াচটি এক চার্জে চলবে প্রায় দুই সপ্তাহ – এমনই দাবি করা হয়েছে সংস্থার তরফে। হুয়াইয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘লাইট’ ব্যবহার করায় একবার চার্জেই সারাদিন পরে থাকাকালীন হার্টবিট মনিটর , ৯০মিনিট ওয়ার্ক আউট ট্রাকিং করা যাবে দুই সপ্তাহ পর্যন্ত এবং ফোনের যাবতীয় নোটিফিকেশনও পাওয়া যাবে এই ঘড়িতে।

আরও পড়ুন: ইলেকট্রিক বাইকের দুনিয়া কি বদলে দেবে হার্লে-ডেভিডসনের নতুন বাইক!

দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপের সঙ্গে এই ঘড়ি আপনার ঘুমও মনিটর করবে। আপনি সারাদিনে কতক্ষণ ঘুমাচ্ছেন এবং অনিদ্রা বা অতিনিদ্রার ফলে আপনার স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ছে তাও জানাবে স্মার্ট ওয়াচটি। এই ফিচারের জন্য ব্যবহৃত হয়েছে ‘ট্রু স্লিপ ২.০’ যা আপনাকে ২০০ রকম পদ্ধতিও জানাবে ভাল ঘুমের জন্য। ‘ট্রু সিন ৩.০’ ক্রমাগত হার্টরেট মনিটর করবে। এর ‘সেলফ লার্নিং অ্যালগরিদম’ আপনার ইনডোর এবং আউটডোর অ্যাকটিভিটির মধ্যে তফাত করে নেবে। এর ‘ট্রাইঅ্যাথলন মোড’ সাইক্লিং, সুইমিং ও দৌড়ানোর মত অ্যাকটিভিটি ট্রাক করতে সক্ষম।

হুয়াই জি টি অ্যাকটিভ পাওয়া যাবে দুটি রঙে। এই ঘড়িতে পাওয়া যাবে এক বছরের ওয়ার‌্যা ন্টি এবং ফ্লিপকার্টের তরফ থেকে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দেওয়া হবে। আপাতত ফ্লিপকার্টে ‘বিগ শপিং ডে’-র অফার চলায় গ্রাহকরা এই সময় হুয়াইয়ের স্মার্ট ওয়াচ অ্যাকটিভ কিনলে পাবেন ‘নো কস্ট ইএমআই’ অপশন এবং এসবিআই ক্রেডিট কার্ডে মিলবে আরও কিছু অতিরিক্ত ছাড় ।

আরও পড়ুন: সোনির নতুন এই হেডফোনে কী কী পাওয়া যাবে জেনে নিন

অন্য বিষয়গুলি:

Huawei Smartwatch Huawei GT Active Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy