Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Hindustan Unilever Limited

করোনা-নিয়ম না মানার অভিযোগ কারখানার বিরুদ্ধে

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৫:৩৩
Share: Save:

লক ডাউনের মধ্যে দূরত্ব না রেখে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ, গার্ডেনরিচে ওই সংস্থার সাবান তৈরির কারখানা লক ডাউনের মধ্যেও চালু আছে এবং সেখানে করোনা সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা না রেখে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। আরও অভিযোগ, এই সময়ে কাজে না এলে শ্রমিকদের বেতন কাটা এবং শাস্তির ভয়ও দেখানো হচ্ছে। এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদকে চিঠি দিয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের পার্মানেন্ট ওয়ার্কমেনস ইউনিয়ন (গার্ডেনরিচ)। ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত রায়চৌধুরী কলকাতা পুরসভার কমিশনারকে চিঠিতে লিখেছেন, তাঁর কাছ থেকে পাওয়া অনুমতিপত্র দেখিয়েই কাজে আসার জন্য শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছেন কারখানা কর্তৃপক্ষ। কারখানার নিরাপত্তা ( সেফটি) ম্যানেজার কুমারেশ সরকার অবশ্য বলেন, ‘‘লক ডাউনের প্রথম পাঁচ দিন আমাদের কারখানা বন্ধই ছিল। পরে কলকাতা পুরসভার কমিশনারের দফতর থেকে অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন শুধু লাইফবয় সাবান তৈরি হচ্ছে। দু’মিটার দূরত্ব রেখে শ্রমিকরা কাজ করছেন।’’ কলকাতা পুরসভা সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে বাজারে ক্রমবর্ধমান সাবানের চাহিদা মেটাতে শুধু লাইফবয় সাবান তৈরির অনুমতি ওই সংস্থাকে দেওয়া হয়েছিল তিনটি শর্তে। এক, করোনা সংক্রমণ ঠেকানোর সব নিয়ম মানা হবে। দুই, ন্যূনতম শ্রমিকদের কারখানায় কাজ করানো হবে। তিন, সাবান মজুত করা হবে না। পুরসভা সূত্রের আরও খবর, ইউনিয়নের অভিযোগের প্রেক্ষিতে এ বার খতিয়ে দেখা হবে, সংস্থায় ওই শর্তগুলি মানা হচ্ছে কি না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE