ফেব্রুয়ারির শেষে ভারতের শেয়ার বাজার ছেড়েছিল ১ লক্ষ কোটি টাকারও বেশি বিদেশি পুঁজি। তার বেশ কিছুটা ফেরত এল চলতি মাসে। তথ্য বলছে, মার্চের শেষ ছ’টি লেনদেনের দিনেই (২১-২৮ মার্চ) এ দেশের বাজারে ৩০,৯২৭ কোটি টাকা ঢেলেছে বিদেশি লগ্নিকারীরা সংস্থাগুলি। পড়তি বাজারে কম দামে ভাল শেয়ারের দেখা মেলা, ডলারের সাপেক্ষে টাকার দরে উত্থান এবং মূল্যবৃদ্ধির হার কমে আসার মতো অর্থনীতি নিয়ে সদর্থক বার্তাই তাদের ফের ভারতমুখী করে তুলেছে বলে সংশ্লিষ্ট মহলের খবর। তবে এ পরেও মার্চে নিট হিসাবে ৩৯৭৩ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে ওই সব বিদেশি লগ্নিকারী সংস্থা।
এর আগে জানুয়ারিতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতে বিক্রি করেছিল ৭৮,০২৭ কোটি টাকার শেয়ার। ফেব্রুয়ারিতে সেই অঙ্ক ছিল ৩৪,৫৭৪ কোটি টাকা।
জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের মুখ্য লগ্নি উপদেষ্টা ভি কে বিজয়কুমারের মতো বিশেষজ্ঞদের বক্তব্য, গত বছরের সেপ্টেম্বর থেকে সূচক প্রায় ১৬% পড়ে যাওয়ায় এখন বহু শেয়ারের দামই আকর্ষণীয় জায়গায় দাঁড়িয়ে। সেই সঙ্গে গত কয়েক দিনে ডলারের সাপেক্ষে টাকার দাম অনেকটাই উঠেছে। মূল্যবৃদ্ধি গত মাসে নেমে এসেছে ৪ শতাংশের নীচে। চাহিদা বাড়ায় দেশে আর্থিক কর্মকাণ্ডে গতি আসার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া সম্প্রতি বিদেশি লগ্নিকারীদের জন্য নিয়মে কিছু পরিবর্তন করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। এ সবই তাদের ফের ভারতের বাজারে টেনে এনেছে।
তবে তাঁরা আরও বলছেন, ২ এপ্রিল থেকে ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক বসানোর কথা আমেরিকার। তার প্রভাবের দিকে নজর রাখছেন লগ্নিকারীরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)