Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Meta

বিশ্বাসভঙ্গ করেছে ফেসবুক! জ়াকারবার্গের সংস্থাকে ৭১২৩ কোটি টাকা জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন

মেটার উপর প্রায় ৮০ কোটি ইউরোর জরিমানা চাপাল ইউরোপীয় ইউনিয়ন। ফেসবুক মার্কেটপ্লেস প্ল্যাটফর্মের মাধ্যমে ‘বিশ্বাস-বিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল)’ লঙ্ঘনের অভিযোগ এনে মার্ক জ়াকারবার্গের মালিকানাধীন আমেরিকার বহুজাতিক এই টেক জায়ান্ট সংস্থার উপর জরিমানা চাপানো হয়েছে বলে খবর।

European Commission fines Meta nearly about 800 million euros for breaching antitrust rules

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১১:৪৩
Share: Save:

মেটার উপর প্রায় ৮০ কোটি ইউরোর জরিমানা চাপাল ইউরোপীয় ইউনিয়ন। ফেসবুক মার্কেটপ্লেস প্ল্যাটফর্মের মাধ্যমে ‘বিশ্বাস-বিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল)’ লঙ্ঘনের অভিযোগ এনে মার্ক জ়াকারবার্গের মালিকানাধীন আমেরিকার বহুজাতিক এই টেক জায়ান্ট সংস্থার উপর জরিমানা চাপানো হয়েছে বলে খবর। ইউরোপীয় কমিশনের অভিযোগ, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে তার ব্যক্তিগত সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করেছে মেটা, যা ‘বিশ্বাস-বিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল)’ লঙ্ঘন। আর ক্ষমতার সেই অপব্যবহারের কারণেই মেটার উপর ৭৯ কোটি ৭৭ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা সাত হাজার ১২৩ কোটি টাকারও বেশি।

ইউরোপীয় কমিশনের তরফে একটি বিবৃতি জারি করে বিষয়টি জানানো হয়েছে। সেই বিবৃতিতে লেখা, ‘‘অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত সমাজমাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত করে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করে ইউরোপীয় ইউনিয়নের ‘বিশ্বাস-বিরোধী আইন’ লঙ্ঘন করেছে মেটা। এই কারণে সংস্থাকে জরিমানা করা হয়েছে।’’

ফেসবুক ব্যবহারকারীরা এমনিই মার্কেটপ্লেসের সঙ্গে যুক্ত থাকেন। ইউরোপীয় কমিশনের পর্যবেক্ষণ, ব্যবহারকারীরা চান বা না চান, তাঁদের কাছে ফেসবুকের অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা নিয়মিত ভাবে উন্মোচিত হয়৷ এটি ফেসবুককে বাড়তি সুবিধা দেয়। কিন্তু মার্কেটপ্লেসের প্রতিযোগীদের জন্য সেই সুবিধা নেই। ফলে অন্যান্য অনেক অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ক্ষতির মুখে পড়ছে। জরিমানা প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতির দায়িত্বে থাকা এগজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মার্গ্রেথ ভেস্টেগার একটি বিবৃতিতে জানিয়েছেন, সমাজমাধ্যমে প্রাধান্যের সুযোগ নেওয়া এবং প্রচারমূলক বিষয়বস্তু বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত সমাজমাধ্যমকে ব্যবহার করার জন্য মেটার উপর ওই জরিমানা চাপিয়েছ ইউরোপীয় কমিশন।

অন্য বিষয়গুলি:

Meta European Commission Fine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy