প্রতীকী ছবি।
সরকারি কর্মীদের যে নিয়ম মেনে বেতন সংশোধন করা হয়েছে, এ বার সেই একই পদ্ধতি কার্যকর করা হল রাজ্যের বিদ্যুৎ কর্মীদের ক্ষেত্রে। সংশোধিত বেতন হতে চলেছে মূল বেতনের (ব্যান্ড পে ও গ্রেড পে মিলিয়ে) ২.৫৭ গুণ। যা এ বছর জানুয়ারি থেকেই কার্যকর ধরা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, সংবহন সংস্থা, বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং ডিপিএল মিলিয়ে প্রায় ২৫ হাজার কর্মী নতুন হারে বেতন পাবেন। সংশোধিত বেতনের সঙ্গে বিদ্যুৎ কর্মীদের এ বার শনিবার ছুটি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
সূত্রের খবর, এপ্রিল থেকে (মার্চের বেতন) নতুন হারের বেতন হাতে পাবেন বিদ্যুৎ কর্মীরা। তখন জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়াও দেওয়া হবে। বর্ধিত হারে পেনশন পাবেন অবসরপ্রাপ্তেরাও। কিন্তু ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কোনও বকেয়া পাবেন না অবসরপ্রাপ্ত ও কর্মীরা। তবে ওই বছরগুলির বার্ষিক বৃদ্ধি কর্মীদের নতুন বেতন কাঠামোয় যোগ হবে।
সংশোধিত বেতনের সঙ্গে এ বছর জানুয়ারি থেকে ১০% মহার্ঘ ভাতাও (ডিএ) যোগ হবে। বকেয়া পাওয়ার কোনও ব্যবস্থা সংশোধিত কাঠামোয় রাখা হয়নি। ভবিষ্যতে কেন্দ্রের ঘোষিত ভাতা এবং সরকারি কর্মীদের দেওয়ার ব্যাপারে রাজ্যের পদক্ষেপ অনুযায়ী বিদ্যুৎ সংস্থাগুলি তা বিবেচনা করবে। উল্লেখ্য, এত দিন রাজ্যের বিদ্যুৎ কর্মীরা কেন্দ্রীয় হারেই ডিএ পেয়ে এসেছেন। এ প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘ভবিষ্যতে কর্মীদের কখন, কত হারে ডিএ দেওয়া হবে, তা সংস্থাগুলি রাজ্যের সিদ্ধান্ত ও তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই ঠিক করবে।’’
আরও পড়ুন: বাণিজ্য চুক্তিতে ভারতই বাধা, দাবি আমেরিকার
এ দিন মন্ত্রীর দাবি, সংশোধিত বেতনে বিদ্যুৎ কর্মীদের খুশি হওয়ার কথা। বর্ধিত হারে বেতন ও পেনশন দিতে বিদ্যুৎ সংস্থাগুলির সব মিলিয়ে বছরে প্রায় ৪০০ কোটি টাকা খরচ হবে বলেও তিনি জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy