Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Auto

ডুকাটি বাজারে আনল নতুন বাইক, দাম শুনলে চোখ কপালে উঠবে

বাজারে এল ডুকাটির এই মডেল। ছবি:শাটারস্টক।

বাজারে এল ডুকাটির এই মডেল। ছবি:শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ১২:৩০
Share: Save:

ভারতের বাজারে এল ডুকাটির আরও একটি অত্যাধুনিক বাইক। ডুকাটি মাল্টিস্ট্রাডা ১২৬০ এনডিউরো। এই বাইকটির দাম ২০ লক্ষ টাকার কাছাকাছি। এর আগে ডুকাটি মাল্টিস্ট্রাডা ১২০০ এনডিউরোর এক্স শো-রুমের দাম ছিল ১৮.০৩ লক্ষ টাকা। ভারতে দু’চাকার বাজারে এর আগেও এই সংস্থা এনেছিল ডুকাটি মোটার্ড ৯৫০, যা বাইকপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়।নতুন এই ডুকাটি মাল্টিস্ট্রাডা ১২০০ এনডিউরোতে রয়েছে ১.২৬২ সিসি ইঞ্জিন যা শক্তিশালী টর্ক উৎপন্ন করতে সক্ষম। ঝাঁ চকচকে লুকের সঙ্গে এই বাইকটিতে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। এক্সহস্টে বদল আনা হয়েছে। বাইকটির ১৭ ইঞ্চি টায়ার যে কোনও সফরকেই সুখকর করে তুলবে। বাইকটির হিউম্যান ইন্টারফেস প্যানেল যা ইউজারদের ব্যবহার উপযোগী। ডুকাটির এই মডেলটিতে রয়েছে এলইডি হেডলাইট, দূরের সফরে যাওয়ার উপযোগী ক্রুজ কন্ট্রোল।

আরও পড়ুন: সাধ্যের মধ্যে মিলবে নয়া ইলেকট্রিক স্কুটার ‘স্পক’

অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গেই বাইকটিতে নজর দেওয়া হয়েছে নিরাপত্তার উপরেও। বাইকটি যাতে পিছলে গিয়ে দুর্ঘটনা না ঘটে সে জন্যে রয়েছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা এবিএস। ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল-সহ এক গুচ্ছ ফিচার্স।

ডুকাটি মাল্টিস্ট্রাডা ১২৬০ এনডিউরোও যে বাজারে ভাল সাড়া ফেলবে তেমনই দাবি এই বাইক প্রস্তুতকারক সংস্থার।

অন্য বিষয়গুলি:

Auto Ducati Multistrada 1260 Enduro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy