Advertisement
E-Paper

রিলায়্যান্স, ডিজ়নি জোটে নজরে ক্রিকেট

সংযুক্তির ফলে নতুন সংস্থাটির হাতে থাকবে ডিজ়নি প্লাস হটস্টার ও জিয়ো সিনেমার মতো দু’টি ওটিটি অ্যাপ ও ১২০টি চ্যানেল। পাশাপাশি আইপিএল দেখানোর স্বত্ব যেমন থাকছে, তেমনই থাকবে আন্তর্জাতিক ম্যাচ দেখানোর অধিকারও।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ০৮:৩৬
Share
Save

গত ফেব্রুয়ারিতে ভারতে ডিজ়নির ব্যবসা কেনার কথা ঘোষণা করেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। যার হাত ধরে তৈরি হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ বিনোদন সংস্থা। কিন্তু সূত্রের খবর, সেই সংযুক্তির একটি ক্ষেত্র নিয়ে আপত্তি জানিয়েছে প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। সেটি হল ক্রিকেট খেলা দেখানোর ক্ষেত্রে সংযুক্ত সংস্থাটির একাধিপত্য তৈরি হওয়া। কেন দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে না, ব্যক্তিগত ভাবে ৩০ দিনের মধ্যে তা সিসিআই জানতে চেয়েছে বলেও দাবি সূত্রের। যদিও কমিশন এবং দুই সংস্থার তরফে এ নিয়ে মুখ খোলেননি কেউ।

সংযুক্তির ফলে নতুন সংস্থাটির হাতে থাকবে ডিজ়নি প্লাস হটস্টার ও জিয়ো সিনেমার মতো দু’টি ওটিটি অ্যাপ ও ১২০টি চ্যানেল। পাশাপাশি আইপিএল দেখানোর স্বত্ব যেমন থাকছে, তেমনই থাকবে আন্তর্জাতিক ম্যাচ দেখানোর অধিকারও। সংস্থাটি পাল্লা দেবে জ়ি, সোনি, নেটফ্লিক্স, অ্যামাজ়ন প্রাইমের মতো বিনোদন চ্যানেল ও নেট ভিত্তিক অ্যাপের সঙ্গে।

সূত্রের খবর, প্রতিযোগিতার নিয়ম মানার জন্য দুই সংস্থার ১০টির মতো চ্যানেল বেচতে রাজি হলেও, ক্রিকেটের কোনও স্বত্বই ছাড়তে রাজি নয়। তাদের যুক্তি, এই স্বত্বের মেয়াদ ২০২৭-২০২৮ নাগাদ শেষ হবে। ফলে এখন তা বিক্রি করা যুক্তিযুক্ত নয়। যদিও এর ফলে চুক্তিতে সিসিআই-এর সায় দেওয়ার বিষয়টি পিছিয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। একাংশের মতে, দুই সংস্থাকে নোটিস পাঠানোর অর্থ সংযুক্তিতে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করছে সিসিআই। যে সুরাহার কথা দুই সংস্থা বলছে, সেটাও যথেষ্ট নয়। সেই সঙ্গে বাড়তে পারে বিজ্ঞাপনের খরচ। এই অবস্থায় কোন পথে সমাধান মেলে, নজর সে দিকেই।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Disney+ Hotstar Reliance Jio Mukesh Ambani Cricket

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}