প্রতীকী ছবি।
লকডাউনে কল-কারখানা, অফিস বন্ধ। এই অবস্থায় সংস্থা যাতে কর্মীদের এপ্রিলের বেতন মেটায় ও ছাঁটাই না-হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রকে যৌথ ভাবে অনুরোধ করবে ট্রেড ইউনিয়নগুলি। ৬ মে দিল্লিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। সেখানেই এই দাবি জানানো হবে।
এআইইউটিইউসির সভাপতি শঙ্কর সাহা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রক পুরো বেতন দিতে ও ছাঁটাই না-করতে সংস্থাগুলিকে দেওয়া নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে মালিকপক্ষের করা আর্জিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বক্তব্য জানাতে বলেছে। শ্রমিকদের কাজ ও বেতন নিশ্চিত করতে কেন্দ্র যাতে পূর্ব সিদ্ধান্ত থেকে সরে না-আসে, সে জন্য শ্রমমন্ত্রীকে বলব।’’
বিএমএসের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় বলেন, ‘‘এপ্রিলের বেতন মেটানো, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো ও আর্থিক সাহায্য করা, ছাঁটাই যাতে না-হয, তা নিয়ে ব্যবস্থা নেওয়ায় জোর দেব।’’ তবে প্রস্তাবিত বৈঠকের ফল নিয়ে আশাবাদী নয় সিটু। সাধারণ সম্পাদক তপন সেনের দাবি, “এর আগে ১৯টি চিঠি দিয়েছি। সুরাহা হয়নি।’’ এই পরিস্থিতিতে বৈঠকের দিকেই তাকিয়ে সব মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy