Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Share Market

উল্টো পথে দুই বাজার

বাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘বহু লগ্নিকারী শেয়ার বেচে সোনা-রুপো কিনছেন। তাই সূচক পড়লেও সেগুলির চাহিদা বৃদ্ধি দাম বাড়াচ্ছে।’’

— প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ০৮:৩২
Share: Save:

এক দিকে শেয়ার বাজার নামছে। অন্য দিকে চড়ছে সোনা-রুপোর দাম। এ দিন সেনসেক্স ৯৩০.৫৫ পয়েন্ট গোঁত্তা খেয়ে নেমেছে ৮০,২২০.৭২ অঙ্কে। লগ্নিকারীরা ৯.১৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। তবে কলকাতায় ১০ গ্রাম (২৪ ক্যারাট) খুচরো সোনা নজির গড়ে ছুঁয়েছে ৭৮,৮৫০ টাকা। জিএসটি নিয়ে ৮১,২১৫.৫০ টাকা। ফলে গয়নার সোনাও কর ছাড়াই পৌঁছেছে ৭৫,০০০-এর দোরগোড়ায়। এই প্রথম এক কেজি রুপোর দাম হয়েছে ৯৮,৩৫০ টাকা। কর যোগ করে ১,০১,৩০০.৫০ টাকা।

বাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘বহু লগ্নিকারী শেয়ার বেচে সোনা-রুপো কিনছেন। তাই সূচক পড়লেও সেগুলির চাহিদা বৃদ্ধি দাম বাড়াচ্ছে।’’ বিশেষজ্ঞ আশিস নন্দীর বক্তব্য, ‘‘ভারতে শেয়ারের দর চড়া। তাই বিদেশি লগ্নিকারীরা পুঁজি তুলে চিনের বাজারে ঢালছে। সেখানে শেয়ার সস্তা। সরকার ত্রাণ দিয়ে শিল্পকে চাঙ্গা করছে বলে বিপুল লাভের সম্ভাবনা।’’ আর এক বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের অবশ্য অভিমত, ‘‘জুলাই-সেপ্টেম্বরে বিভিন্ন সংস্থার আর্থিক ফলে হতাশ হয়েই নিম্নমুখী শেয়ার বাজার।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE