Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Bank Loans

কৃষি ঋণে জোর, পুঁজি খাদ্য নিগমকে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ভারতের কৃষি সংলগ্ন ক্ষেত্রে বিপুল সুযোগের কথা তুলে ধরে ধার দেওয়ার প্রক্রিয়া দ্রুত সারার নির্দেশ দিয়েছেন নাগারাজু।

— প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৭:৫৪
Share: Save:

কৃষি এবং সংলগ্ন ক্ষেত্রগুলিকে ঋণ জোগানোর লক্ষ্যমাত্রা দ্রুত পূরণ করতে ব্যাঙ্কগুলিকে তাড়া লাগাল মোদী সরকার। একই সঙ্গে পুঁজি জোগানোর সিদ্ধান্ত নিল খাদ্য নিগমে (এফসিআই)। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, লোকসভা ভোটে বিজেপির আশানুরূপ ফল না হওয়ার অন্যতম কারণ ছিল কৃষকদের ক্ষোভ। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে তাই সতর্ক তারা। কৃষকদের তো বটেই, পাশাপাশি তার সঙ্গে যুক্ত সব ক্ষেত্রের মানুষদের মন পেতে মরিয়া। যে কারণে পুঁজির জোগান নিশ্চিত করার বার্তা দিচ্ছে। যে কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি খাদ্য নিগমের শেয়ার হিসেবে লগ্নির জন্য ১০,০০০ কোটিরও বেশি টাকা ঢালার প্রস্তাবেও সায় দিয়েছে।

সম্প্রতি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, নাবার্ড এবং ব্লক স্তরের ব্যাঙ্কার্স কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় আর্থিক পরিষেবা কমিটির সচিব এম নাগারাজু। বুধবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সেখানে কৃষির পাশাপাশি কৃষি সংলগ্ন ক্ষেত্রগুলিতেও ঋণ বণ্টনের বিষয়টি পর্যালোচনা করেন সচিব। যার মধ্যে আছে পশুপালন, দুগ্ধ প্রকল্প, মাছ চাষের মতো ক্ষেত্র। তার পরেই চলতি অর্থবর্ষে এগুলির জন্য ঋণদানের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তা দ্রুত পূরণের জন্য পদক্ষেপ করতে আর্জি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ভারতের কৃষি সংলগ্ন ক্ষেত্রে বিপুল সুযোগের কথা তুলে ধরে ধার দেওয়ার প্রক্রিয়া দ্রুত সারার নির্দেশ দিয়েছেন নাগারাজু। এগুলির উন্নতি কী ভাবে কৃষি ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করে, তা ব্যাখ্যা করেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE