Advertisement
১৯ নভেম্বর ২০২৪
ইডি-র জালে আরও চার

বেআইনি লেনদেন কাণ্ডে ধৃত ব্যাঙ্ক অব বরোদার দুই কর্তা

ব্যাঙ্ক অব বরোদার (বিওবি) অ্যাকাউন্ট থেকে হংকঙে বেআইনি ভাবে ৬,০০০ কোটি টাকা পাঠানোর কেলেঙ্কারি ফাঁস হয়েছে দু’দিন আগেই। মঙ্গলবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিল্লিতে বিওবি-র অশোক বিহার শাখার এজিএম এস কে গর্গ এবং বিদেশি মুদ্রা বিভাগের প্রধান জয়নিশ দুবে-কে গ্রেফতার করল সিবিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৩:৩৩
Share: Save:

ব্যাঙ্ক অব বরোদার (বিওবি) অ্যাকাউন্ট থেকে হংকঙে বেআইনি ভাবে ৬,০০০ কোটি টাকা পাঠানোর কেলেঙ্কারি ফাঁস হয়েছে দু’দিন আগেই। মঙ্গলবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিল্লিতে বিওবি-র অশোক বিহার শাখার এজিএম এস কে গর্গ এবং বিদেশি মুদ্রা বিভাগের প্রধান জয়নিশ দুবে-কে গ্রেফতার করল সিবিআই। দুর্নীতি দমন আইনের আওতায় অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে ধরা হয়েছে তাঁদের।

একই কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে আরও চার জনকে। যার মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের বিদেশি মুদ্রা বিভাগের এক কর্মীও।

সিবিআই প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, বিওবি-তে কারেন্ট অ্যাকাউন্ট আছে এমন ৫৯ জন এবং কিছু ব্যাঙ্ক আধিকারিক নিয়ম ভেঙে এই ষড়যন্ত্রে সামিল। টাকা পাঠানো হয় ভুয়ো আমদানির বিল মেটানোর অছিলায়। এবং একলপ্তে এক লাখের কম পরিমাণে প্রায় ৮ হাজারটি লেনদেন মারফত। যাতে বেআইনি লেনদেন রোখার জন্য ব্যাঙ্কের সতর্কীকরণ সফটওয়্যারে তা ধরা না-পড়ে। ইডি সূত্রের দাবি, এই তহবিল নয়ছয়ে ধৃত সকলেই অন্তত ১৫টি ভুয়ো সংস্থার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

এ দিকে, এই দিনই বিওবি-র এমডি-সিইও পদে এসেছেন পি এস জয়কুমার। তিনি জানান, কী ভাবে সকলের চোখ এড়িয়ে ঘটনাটি ঘটল, তা খুঁজে বার করতে শীঘ্রই বাইরের অ্যাকাউন্টিং সংস্থা নিয়োগ করা হবে।

অন্য বিষয়গুলি:

CBI Bank of Baroda new delhi business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy