Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Budget 2021

বাড়তে পারে মোবাইলের দাম, স্টার্ট আপগুলিকে অতিরিক্ত কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

২০২০-’২১ অর্থবর্ষে -রাজস্বে ঘাটতি হয়েছে জিডিপির ৯.৫ শতাংশ। আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি-র ৬.৮ শতাংশ করার পরিকল্পনা।

সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন।

সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৫
Share: Save:

আয়করে বড় ধরনের ছাড় পেতে চলেছেন প্রবীণরা। সোমবার সংসদের বাজেট অধিবেশনে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ৭৫ বা তার বেশি বয়স হলে, এক পয়সাও কর দিতে হবে না কাউকে। অর্থাৎ যাঁরা পেনশন পান এবং ব্যাঙ্কে জমা টাকার সুদের উপর নির্ভর করেন, আইটি রিটার্ন করতে হবে না তাঁদের। আর শেয়ার ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না কোনও নাগরিককেই।

করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতে কত বরাদ্দ হয়, সে দিকেই তাকিয়ে ছিলেন সকলে। এ দিন স্বাস্থ্য খাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি বরাদ্দ করেছে কেন্দ্র। এ মধ্যে কোভিড-১৯ প্রতিষেধকের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্র আরও দু’টি প্রতিষেধক ভারতের হাতে এসে পৌঁছবে বলে জানিয়েছেন সীতারামন।

অতিমারির আগে থেকেই দেশের অর্থনীতি ধুঁকছিল। করোনা আবহে তা আরও মুখ থুবড়ে পড়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২০-’২১ অর্থবর্ষে -রাজস্বে ঘাটতি হয়েছে জিডিপির ৯.৫ শতাংশ। আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি-র ৬.৮ শতাংশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। ২০২৫ সালের মধ্যে ৫ লক্ষ কোটির অর্থনীতি গড়ার যে ঘোষণা আগে করেছিল সরকার, সেই লক্ষ্য পূরণ করতে ২০২৫-’২৬ অর্থবর্ষে সেই ঘাটতি ৪.৫ শতাংশে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সাধ্যের মধ্যে সাধারণ মানুষের মাথার উপর ছাদ গড়ার প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ২২ মার্চ পর্যন্ত গৃহঋণে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মিলবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও পরিযায়ী শ্রমিকদের কম ভাড়ায় ঘরের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

• স্টার্ট আপগুলিকে আরও একবছর কর ছাড়

• দেরিতে ইপিএফ জমা দেওয়া সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা

• জিএসটি আদায় সরল করা হবে

• মোবাইল ফোনের যন্ত্রাংশে ২.৫ শতাংশ আমদানি শুল্ক

• টানেল বোরিং মেশিনের যন্ত্রাংশে শুল্ক ছাড়

• সোনা-রুপোয় আমদানি শুল্ক পর্যালোচনা

• ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত গৃহঋণের সুদে ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড়

• জিএসটি খাতে রেকর্ড টাকা সংগ্রহ হয়েছে

• পরিযায়ী শ্রমিকদের স্বল্প ভাড়ায় ঘর দেওয়ার পরিকল্পনা

• দেরিতে পিএফ-এর টাকা জমা করলে টাকা যাবে না

• ৭৫ বা তার বেশি বয়সি যাঁরা পেনশন পান ও ব্যাঙ্কের সুদের উপর নির্ভর করেন, তাঁদের আইটি রিটার্ন করতে হবে না। শেয়ার ডিভিডেন্ট থেকে কাটা হবে না টিডিএস

• করদাতাদের উপর যথাসম্ভব কম চাপ দিতে হবে

• ৭৫ বা তার বেশি বয়স হলে আয়করে সম্পূর্ণ ছাড়

• সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। মহিলারাও এই সুবিধা পাবেন। নাইট শিফ্‌টে কাজ করতে পারবেন মহিলারা। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

• আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি-র ৬.৮ শতাংশ করার পরিকল্পনা

• ২০২০-’২১ অর্থবর্ষে -রাজস্বে ঘাটতি হয়েছে জিডিপির ৯.৫ শতাংশ

• বাংলা ও অসমের চা শ্রমিকরা উপকৃত হবেন, বিশেষ করে নারী ও শিশুরা

• চা শ্রমিকদের কল্যাণে ১ হাজার কোটি বরাদ্দ

• গগনযান মিশনে রাশিয়ায় ট্রেনিং ৪ মহাকাশচারীর

• সৈনিক স্কুল হবে পিপিপি মডেলে

• জাতীয় অনুবাদ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যাতে সরকারি নথি সব প্রাদেশিক ভাষায় পড়া যায়

• আদিবাসী এলাকায় ৭৫০ নয়া একলব্য মডেল স্কুল

• ১৫ হাজার স্কুলে বরাদ্দবৃদ্ধি। পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ

• মাছ ধরার জন্য ৫টি নতুন বন্দর

• উজ্জ্বলা যোজনার আওতায় গরিব পরিবারে এলপিজি

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি

• গম আর ডাল জাতীয় শষ্যে বাড়ল ন্যূনতম সহায়ক মূল্য

• জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি

• উজ্জ্বলা যোজনা গরিব পরিবারে এলপিজি

• মাছ ধরার জন্য ৫টা নতুন বন্দর

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি

• ১৫ হাজার স্কুলে বরাদ্দবৃদ্ধি

• জনজাতি এলাকায় ৭৫৮টি নতুন স্কুল

• ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য

• লেহ্-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব

• তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন

• জম্মু-কাশ্মীরে গ্যাসলাইন প্রকল্প

• অলাভজনক সংস্থা বিক্রির পরিকল্পনা

• ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ কৃষকদের জন্য

• কৃষিক্ষেত্রে ২০২২-এর মধ্যে কৃষকদের ঋণ বরাদ্দ বেড়ে ধার্য ১৬.৫ লক্ষ কোটি

• কৃষক কল্যাণে বদ্ধপরিকর সরকার

• গমের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ কৃষকদের জন্য, ৪৩.৬ লক্ষ কৃষক উপকৃত হবেন

• ২০২০-২১ সালে কৃষকদের ৭৫ হাজার ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের

• বিপুল পরিমাণ জমি পড়ে কয়েছে, বিক্রি করতে হবে রাজ্যগুলিকে

• এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ ২০২২ সালে

• ১.৯৭ লক্ষ কোটি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমে

• ১.১০,০৫৫ কোটি রেল খাতে বরাদ্দ

• এলআইসি-র শেয়ার খোলা বাজারে কেনা যাবে

• সরকারি ব্যাঙ্কে পুনরুজ্জীবন খাতে ২০ হাজার কোটি

• ছোট কোম্পানি এবং স্টার্ট আপ সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার জন্য কোম্পিনজ অ্যাক্টে সংশোধন আনা হবে

• বিমা রাশি ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল

• ব্যাঙ্কে ফিক্সড ডিপোডিটে সুরক্ষা বিমা

• বিমা সংস্থায় ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, আগে যা ছিল ৪৯ শতাংশ

• সেবি আইনে পরিবর্তন করা হবে, পরিবর্তন বিমা আইনেও

• জাপান থেকে জাহাজ এনে পুনর্নিমাণ করা হবে, তাতে দেড় লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, ভর্তুকি দেওয়া হেব জাহাজ সংস্থাগুলিকে

• সৌরশক্তি খাতে আরও ১ হাজার কোটি টাকা বরাদ্দ

• বিদ্যুৎ সরবরাহে বণ্টনের দায়িত্ব একাধিক বেসরকারি সংস্থাকে

• বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা

• মেট্রো-লাইড এবং মেট্রো নিউ, দু’টি নতুন প্রকল্প

• তামিলনাড়ুতে সাড়ে ৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব

• ৬০০ কিলোমিটার মুম্বই-কন্যাকুমারী করিডর

• খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর নির্মাণ করা হবে

• ৬৭৫ কিলোমিটার সড়ক তৈররি লক্ষ্য বাংলায়

• কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার, পশ্চিমবঙ্গের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা

• জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে

• রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয়

• এ ক্ষেত্রে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন

• ৩ বছরে ৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে

• উন্নত পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণের পরিকল্পনা

• ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

• স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে খরচ আরও বাড়ানোর প্রস্তাব

• উৎপাদন শিল্পের জন্য ১৩টি জায়গা চিহ্নিত করা হবে

• উন্নত মানের জামাকাপড় তৈরি করতে টেক্সটাইল পার্ক তৈরি করা হবে

• কোভিড প্রতিষেধকের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা

• ১ লক্ষ ৪১ হাজার কোটি বরাদ্দ স্বচ্ছ ভারত অভিযানে

• পরিবেশ রক্ষায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ়

• পুরনো গাড়ি দ্রুত বাতিল করা হবে়

• শিশুদের পুষ্টিকরণে বিশেষ গুরুত্ব, গ্রামাঞ্চলে ১৭ হাজার স্বাস্থ্যকেন্দ্রকে পুনরুজ্জীবিত করা হবে

• সমস্ত জেলায় স্বাস্থ্য ল্যাবরেটরি গড়ে তোলা হবে

• কম বয়সিদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পরিকল্পনা

• কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধপরিকর সরকার

• ধারাবাহিক বৃদ্ধির চেষ্টা থাকবে বাজেটে

• সরকার যে আত্মনির্ভর প্রকল্প ঘোষণা করেছে, তা জিডিপি-র ১৩ শতাংশ

• ৬ বছরে এই টাকা খরচ হবে

• স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে ৬৪ হাজার ১৮০ কোটির প্যাকেজ

• অতিমারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমরা, আরও দু’টি প্রতিষেধক আসছে

• করোনা কালে ২৭ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক

• অতিমারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমকা

• ৮০ কোটি মানুষ নিখরচায় রেশন পেয়েছেন

• সরকার বেসকারিকরণের কথা বলেছে

• পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রকল্প চালু করেছেন

• ৪০ কোটি কৃষক ও প্রবীণ টাকা পেয়েছেন

• অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই বাজেট

• এই কঠিন পরিস্থিতিতেও রেলওয়ের মতো যাঁরা কাজ করে গিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।

• অনেক রাজ্যই পর্যুদস্ত, অনেকের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

• প্রিয়জনকে হারিয়েছেন অনেকে।

• বহু মানুষ বাড়িতে বসেছিলেন।

• প্রিয়জনকে হারিয়েছেন অনেকে।

• অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট তৈরি হয়েছে।

• আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট

অন্য বিষয়গুলি:

Nirmala Sitaraman Budget 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy