ফ্লিপকার্টে কম দামে বিক্রি নিয়ে তদন্ত করবে না কেন্দ্র
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু
কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন সাফ জানিয়ে দিয়েছেন, বিপুল ছাড়ে ফ্লিপকার্টের অনলাইনে পণ্য বিক্রি নিয়ে কোনও তদন্ত শুরু করবে না সরকার। তিনি বলেন, বাণিজ্যে ‘অনিয়ম’-এর অভিযোগ নিয়ে তদন্তের কোনও পরিকল্পনাই কেন্দ্রের নেই। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কম দামে পণ্য বিক্রি শুরুর পরে সংস্থার ওয়েবসাইট শ্লথ হওয়া, বসে যাওয়া, প্রযুক্তিগত ত্রুটি ইত্যাদি অভিযোগ ওঠে। কেউ কেউ বলেন, জিনিস কিনতে গিয়ে দেখা গিয়েছে দাম বাড়ানো হয়েছে। অনেকের অভিযোগ ছিল জিনিস কেনার টাকা দিয়ে তা পাওয়ার নিশ্চয়তা না-মেলার। সংস্থা পরে দুঃখপ্রকাশ করে জানায়, চাহিদার চাপে সমস্যা হয়েছিল। আতঙ্কিত ব্যবসায়ীরা ই-কমার্সের উপর নজরদারির দাবি জানান কেন্দ্রের কাছে। ৮ অক্টোবর এক মন্তব্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন সীতারামনও। আর এখানেই সাবেক নিয়ন্ত্রণ জমানা ফিরে আসা নিয়ে আতঙ্কিত হন মুক্ত অর্থনীতির সমর্থকেরা। কে কত দামে পণ্য বেচবে, সরকার তা নিয়ন্ত্রণ করলে ওই জমানা ফিরতে পারে বলে ভয় পেয়েছিলেন তাঁরা। সীতারামন এ দিন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা নিয়ে আমার মন্তব্যের ভুল মানে করা হয়েছিল। হাজার রকম ভাবে তার অর্থ করেন অনেকেই, যা ঠিক নয়।”
ফের ভাড়া কমানোর দৌড়ে দুই বিমান সংস্থা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দেওয়ালির আগে মঙ্গলবার ফের আকাশপথে যাত্রী টানার লড়াই জোরালো হল দুই বিমান সংস্থার ঘোষণায়। এক দিকে, কলকাতা থেকে দেশের যে-কোনও জায়গায় মাত্র ২৪৯৯ টাকায় যাত্রার সুযোগ এনেছে স্পাইসজেট। বেঙ্গালুরু-চেন্নাই-কোচির মতো রুটে ভাড়া ৮৯৯ টাকা। আর তাদের বেঙ্গালুরু-গোয়া রুটে টিকিট শুরু হচ্ছে ১৫৯৯ টাকা থেকে। অন্য দিকে, জেট এয়ারওয়েজের ঘোষণা, দেশের সমস্ত সরাসরি উড়ানে তাদেরও টিকিটের (ইকনমি) দাম শুরু হচ্ছে ৮৯৯ টাকা থেকে। টিকিট দেওয়া হবে ‘আগে এলে আগে মিলবে’র ভিত্তিতে। তবে গ্রুপ বুকিং হবে না। দুই সংস্থার ছাড়ের টিকিটেই যাত্রা করতে হবে ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এবং দুই ক্ষেত্রেই টিকিট কাটার শেষ দিন ২৬ অক্টোবর। পর্যটন শিল্প সূত্রের খবর, আরও বিমান সংস্থা যোগ দিতে পারে এই দামের লড়াইয়ে।
এআইয়ের অ্যাপ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
টিকিট কাটার সুবিধা করে দিতে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করল এয়ার ইন্ডিয়া (এআই)। আপাতত এটি শুধু অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত ফোনেই ব্যবহার করা যাবে। মঙ্গলবার সংস্থা জানিয়েছে, অ্যাপ মারফত টিকিট বুক করা ছাড়াও অন্যান্য পরিষেবা পাবেন যাত্রীরা। যেমন, টিকিট কাটার পরে অনলাইনে চেক-ইন করা বা খাবার ও হুইলচেয়ারের জন্য আবেদন করা। অর্থাৎ যে-সব পরিষেবা ইন্টারনেটে মেলে, এ বার সে সবই এক সঙ্গে পাওয়া যাবে ‘এয়ার ইন্ডিয়া অ্যাপ’ মারফত। যাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও পোক্ত করতে এ দিন ট্যুইটারে অ্যাকাউন্টও খুলেছে এয়ার ইন্ডিয়া।
আরও বাড়ল সেনসেক্স, টাকা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সোমবার উঠেছিল ৩২১ পয়েন্ট। মঙ্গলবারও ১৪৫.৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্স থিতু হল ২৬,৫৭৫.৬৫ অঙ্কে। ডলারে টাকার দামও ৫ পয়সা বেড়েছে এ দিন। এক ডলার দাঁড়িয়েছে ৬১.৩১ টাকায়। বাজার বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র কয়লা ক্ষেত্রে সংস্কারের পথে এগোনোর ফলেই এ দিন উঠেছে সূচক। নিজেদের কারখানার প্রয়োজন মেটাতে যে-সব বেসরকারি সংস্থা কয়লা খনি কিনতে চাইবে, তাদের অনলাইনে সরাসরি নিলামে যোগ দেওয়ার সুযোগ দিতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত সংস্থাকেও সরাসরি খনি বণ্টনের ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে খুশি শেয়ার বাজারের লগ্নিকারীরা।
ডিজেলে নিয়ন্ত্রণ তোলা ইতিবাচক, জানাল মুডিজ
সংবাদ সংস্থা • মুম্বই
ভারতে ডিজেলের দামের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় তার মূল্যায়নের উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মঙ্গলবার জানিয়েছে মুডিজ। এই আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থার ঝুঁকি সংক্রান্ত বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতসী শেঠ এ দিন সিঙ্গাপুর থেকে বলেন, “ভারত সরকারের সিদ্ধান্ত তার ঋণ পাওয়ার যোগ্যতা বাড়িয়ে দেবে।” তাঁর কথায় এই সিদ্ধান্ত ‘ক্রেডিট পজিটিভ’, যা ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। উল্লেখ্য, বর্তমানে মুডিজ ইনভেস্টর্স সার্ভিসে ভারতের রেটিং বিএএ৩ এবং স্থিতিশীল।
ধৃত ২
এ দিন মুম্বই পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তাঁদের কাছে ১০০০ কোটি টাকার বেশি পাবে এনএসইএল। চণ্ডীগড়ে ধরা পড়েন গগন সুরি, কর্নালে রঞ্জীব অগ্রবাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy