ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণা করলেন নির্মলা সীতারামণ। ছবি: টুইট
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ব্যবস্থা বড়সড় পরিবর্তনের সামনে। মিশিয়ে দেওয়া হচ্ছে বহু ব্যাঙ্ককে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ দিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন, বেশ কিছু সংযুক্তিকরণের ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে হবে ১২। এর মধ্যে দশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হয়ে যাচ্ছে ৪টি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক সংযুক্ত হচ্ছে। মিশে যাচ্ছে ইউনিয়ন, অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্ক। এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। মিশে যাচ্ছে কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্কও।
অর্থসচিব রাজীব কুমার জানাচ্ছেন, পাঞ্জব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্কের সংযুক্তিকরণ মোট ১৭.৫ লক্ষ কোটি টাকার। ইউনিয়ন অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কের ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ১৪.৬ লক্ষ টাকা। এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ ৮.৮ লক্ষ টাকা। নির্মলা সীতারামনের এই সংযুক্তিকরণ সম্পর্কে আশ্বস্ত করে জানিয়েন, এই সংযুক্তিকরণ দেনা ব্যাঙ্ক, বরোদা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কের সংযুক্তিকরণের মতই মসৃণ হবে, কোনও কর্মী ছাঁটাই হবে না এই সংযুক্তিকরণের ফলে।
দেখুন অর্থসচিবের টুইট:
Consolidated Indian & Allahabad Banks to be 7th largest #PSB with ₹ 8.08 lakh cr. business. Strong scale benefits to both with business doubling. High CASA & lending capacity combined in consolidated bank. @PMOIndia @FinMinIndia @PIB_India #PSBsFor5TrillionEconomy pic.twitter.com/fRercARJIU
— Rajiv kumar (@rajeevkumr) August 30, 2019
Consolidated Union+Andhra+Corporation Banks to be 5th largest #PSB with ₹14.6L Cr. business & 4th largest branch network in India. Strong scale benefits to all 3 with biz becoming 2 to 4½ times that of individual bank. @PMOIndia @FinMinIndia @PIB_India #PSBsFor5TrillionEconomy pic.twitter.com/GWjg7WEd1U
— Rajiv kumar (@rajeevkumr) August 30, 2019
এদিন নয়াদিল্লিতে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করে এই সংযুক্তিকরণের সিদ্ধান্তের কথা জানান নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর দাবি, এই সংযুক্তিকরণের ফলে আন্তর্জাতিক বাজারে এই ব্যাঙ্কগুলির উপস্থিতি আরও বাড়বে। গত মে মাসেই একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা এই সংযুক্তিকরণের আভাস দিয়েছিল। অর্থমন্ত্রী এদিন ব্যাঙ্ক জালিয়াতি রুখতেও বেশ কিছু নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে ‘সুইফট’ ব্যবস্থাও সংযুক্ত করা হবে। সোসাইটি পর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনানশিয়াল টেলিকমিউনিকেশন একটি আন্তর্জাতিক আন্ত:ব্যঙ্ক সংযোগ ব্যবস্থা যেখানে নিরাপদে লেনদেন সংক্রান্ত তথ্য রক্ষিত থাকবে।
অন্য দিকে, কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে ন’টি ব্যাঙ্কের ট্রেড ইউনিয়ন দ্য ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে সি এইচ ভেঙ্কটচলম জানিয়েছেন, শনিবার ব্যাঙ্ককর্মীরা কালো ব্যাচ পরে এই সংযুক্তিকরণ সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy