Advertisement
২৩ নভেম্বর ২০২৪

গাড়ি শিল্প আরও চাঙ্গা হওয়ার ইঙ্গিত

চলতি অর্থবর্ষের জন্য ফের গাড়ি বিক্রির পূর্বাভাস সংশোধন করল গাড়ি শিল্পের সংগঠন সিয়াম। তবে এ বার তা কিছুটা বাড়ার ইঙ্গিতই দিয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৩
Share: Save:

চলতি অর্থবর্ষের জন্য ফের গাড়ি বিক্রির পূর্বাভাস সংশোধন করল গাড়ি শিল্পের সংগঠন সিয়াম। তবে এ বার তা কিছুটা বাড়ার ইঙ্গিতই দিয়েছে তারা।

এর আগে সিয়ামের পূর্বাভাস ছিল, ২০১৬-’১৭ সালে সার্বিক ভাবে যাত্রী- বাহী গাড়ির (প্যাসেঞ্জার ভেহিকল) বিক্রি বৃদ্ধির হার ১১-১৩% হবে। পরে বিক্রি কিছুটা ধাক্কা খাওয়ায় তা ৬-৮% করা হয়। কিন্তু অগস্টের বিক্রির খতিয়ান প্রকাশ করে বৃহস্পতিবার সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন জানালেন, তাঁদের আশা তা ১০-১২ শতাংশে পৌঁছবে। সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর বলেন, ‘‘গাড়ি শিল্প যে ঘুরে দাঁড়াচ্ছে, সেটা স্পষ্ট। ভাল বর্ষা ও বেতন কমিশনের সুপারিশ ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সব ধরনের গাড়ি বিক্রিই বাড়ছে।’’

সিয়ামের হিসেব, এ বার অগস্টে সার্বিক ভাবে যাত্রী-বাহী গাড়ির বিক্রি বেড়েছে ১৬.৬৮%। এর মধ্যে শুধু যাত্রী গাড়ির (প্যাসেঞ্জার কার) বিক্রি বেড়েছে ৯.৫%। ইউটিলিটি ভেহিক্‌ল বা কেজো গাড়ির বিক্রি বৃদ্ধির হার ৪৭%।

অন্য বিষয়গুলি:

Automobile industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy