আনন্দ মহিন্দ্রা। —ফাইল চিত্র
মহীন্দ্রা গোষ্ঠীর এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরছেন আনন্দ মহীন্দ্রা। তবে নন-এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। কর্পোরেট দুনিয়াকে খানিকটা চমকে দিয়েই শুক্রবার ৬৪ বছরের আনন্দের ওই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছে মহীন্দ্রা গোষ্ঠী। যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
পারিবারিক মূল ব্যবসা গাড়ি নিয়ে হলেও বরাবরই কিছুটা ছক ভাঙা পথে এগিয়েছেন আনন্দ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার আগে সেখানেই পড়াশুনো করেছেন চলচ্চিত্র নির্মাণ ও স্থাপত্যবিদ্যা নিয়ে। পরবর্তীকালে অবশ্য পারিবারিক গাড়ি ব্যবসাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন শক্ত হাতে।
মহীন্দ্রার ঘোষণা, ১ এপ্রিল থেকে ফের এক বছরের জন্য এমডি পদে পুনর্নিয়োগ করা হয়েছে পবন গোয়েন্কাকে। তিনি সিইও-র দায়িত্বও সামলাবেন। ২০২১ সালে ২ এপ্রিল থেকে এমডি-সিইও হিসেবে দায়িত্ব নেবেন অনীশ শাহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy