Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Amit Mitra

দ্রুত বিনিয়োগ টানতে শিল্পকে বার্তা রাজ্যের

সোমবার রাজ্যের পাঁচ জেলায় বণিকসভা ফিকির সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল শিল্প ও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প দফতর।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৩২
Share: Save:

দেশের অর্থনীতির হাল খারাপ হলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভাল, ফের এই দাবি করে সোমবার শিল্পমহলকে বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। আর রাজ্যের শিল্পোন্নয়ন ও শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিংহ জানালেন, লগ্নির পথ চওড়া করতে বাংলায় শিল্প গড়ার পরিবেশ সহজ করার প্রয়াসও নিরন্তর চলছে। লগ্নিকারীরা যাতে বিভ্রান্ত না-হন তার জন্য রাজ্যের শিল্পোন্নয়ন নিগমগুলির অধীন সমস্ত শিল্প তালুককে ‘ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ নাম দেওয়া হচ্ছে। জমির শর্ত ও দাম হিসেবের মাপকাঠিও হবে এক। তবে এক এক জায়গার পার্কে জমির দাম এলাকা ভিত্তিতে আলাদা হতে পারে। রাজীব আরও জানান, রাজ্যের বিভিন্ন দফতর ও শিল্প নিগমগুলির সব শিল্প পার্কের তথ্যও মিলবে
শিল্পসাথী পোর্টাল।

সোমবার রাজ্যের পাঁচ জেলায় বণিকসভা ফিকির সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল শিল্প ও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প দফতর। অসুস্থতার জন্য অনলাইনে যোগ দেন অর্থমন্ত্রী। তখনই আবার দাবি করেন, এই অর্থবর্ষে দেশের অর্থনীতি ৭.৭% সঙ্কুচিত হলেও এ রাজ্যের ১.২% বৃদ্ধি হবে। পরে কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে কেন্দ্রের প্রতি রাজীব সিংহের কটাক্ষ, এ রাজ্যে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পথ খোঁজা হয়। শিল্পকর্তাদের তাঁর বার্তা, ‘‘দেখছেন তো আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়ায় দেশে কী হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Amit Mitra State Finance Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy