Advertisement
E-Paper

সমাজমাধ্যমে ‘বয়কট ওয়ো’ ঝড়! কেন হঠাৎ কোপের মুখে পড়ল জনপ্রিয় হোটেল বুকিং সংস্থা?

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের সূত্রপাত হিন্দি সংবাদপত্রে অর্ধেক পাতা জুড়ে দেওয়া ওয়োর বিজ্ঞাপনের একটি বিশেষ লাইন নিয়ে। সেই লাইনে লেখা ছিল, ‘ভগবান সর্বত্র রয়েছেন’।

All need to know about why boycottoyo is trending over social media

—ফাইল চিত্র ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৫
Share
Save

বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মুখে ওয়ো। ভারতের হসপিটালিটি ক্ষেত্রের অন্যতম সংস্থার বিরুদ্ধে অভিযোগ, একটি জনপ্রিয় হিন্দি সংবাদপত্রে প্রকাশিত তাদের সাম্প্রতিক বিজ্ঞাপন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আর তার পর থেকেই সমালোচনার ঝড় উ়ঠেছে। ওয়োর উপর নিষেধাজ্ঞা চাপাতে ‘বয়কটওয়ো’র দাবি উঠেছে সমাজমাধ্যমে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের সূত্রপাত হিন্দি সংবাদপত্রে অর্ধেক পাতা জুড়ে দেওয়া ওয়োর বিজ্ঞাপনের একটি বিশেষ লাইন নিয়ে। সেই লাইনে লেখা ছিল, ‘ভগবান সর্বত্র রয়েছেন’। এর পরের লাইনেই লেখা, ‘সে রকম ওয়োও সব জায়গায় রয়েছে।’ ঈশ্বরের সঙ্গে ওয়োর ‘তুলনা’ টেনে তৈরি সেই বিজ্ঞাপন ভাল চোখে দেখেনি একাধিক ধর্মীয় গোষ্ঠী। তাদের মতে, বিজ্ঞাপনের ওই লাইনে ঈশ্বরকে অবমাননা করা হয়েছে। এর পরেই সমালোচনার মুখে পড়ে ওয়ো। সংস্থার তরফে ক্ষমা না চাওয়া হলে লাগাতার প্রতিবাদের হুমকিও দিয়েছে বেশ কয়েকটি গোষ্ঠী। সমাজমাধ্যমেও হ্যাশট্যাগ দিয়ে ‘বয়কটওয়ো’র দাবি উঠেছে।

এর মধ্যে আবার ওয়োর লোগো নিয়ে সংস্থার মালিক রীতেশ আগরওয়ালের পুরনো একটি মন্তব্য বিতর্কে ঘি ঢেলেছে। একটি সাক্ষাৎকারে রীতেশ এক বার মন্তব্য করেছিলেন, জগন্নাথদেবের চোখ এবং নাক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ওয়োর লোগো বানিয়েছিলেন। এখন সেই মন্তব্য নিয়েও কাটাছেঁড়া চলছে সমাজমাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনও বাণিজ্যিক সংস্থার এই ধরনের পবিত্র প্রতীক ব্যবহার করা উপযুক্ত কি না। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি ওয়ো।

OYO Rooms Controversy Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}