এয়ারটেলের নতুন প্রিপেইড প্ল্যান। ছবি- টুইটার।
আপনি কি এয়ারটেলের গ্রাহক! তা হলে আপনার জন্য আছে নয়া সংবাদ। ভারতী এয়ারটেল এ বার থেকে সমস্ত এয়ারটেল প্রিপেইড প্ল্যান পরিষেবা শেষ হয়ে গেলে তার ইনকামিং কলের বৈধতা বন্ধ করে দেবে সাত দিনের মধ্যে। আগে যার বৈধতা ছিল ১৫ দিন এখন তা আরও কমে হল সাত দিন। অর্থাৎ, এখন থেকে এয়ারটেল প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীদের ফোনের ব্যালান্স শেষ হওয়ার সাত দিনের মধ্যে রির্চাজ করতে হবে। নইলে বন্ধ হয়ে যাবে সমস্ত আউটগোয়িং এবং ইনকামিং কলের সুবিধাও।
রিলায়েন্স জিয়ো ভারতের বাজারে অনেকদিন আগে থেকেই সস্তায় পোস্টপেইড এবং প্রিপেইড পরিষেবা এনেছিল। কিন্তু সেই সময় এয়ারটেল পোস্টপেইড এবং প্রিপেইড প্ল্যানে কোনোরকম পরিবর্তন করেনি।
সম্প্রতি টেলিকমটকের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এ বার থেকে এয়ারটেল প্রিপেইড প্ল্যান ব্যবহারকারী সকলকেই রির্চাজ প্ল্যান শেষ হওয়ার সাত দিনের মধ্যেই আবারও রির্চাজ করতে হবে নইলে বন্ধ হয়ে যাবে ইনকামিং কল। শুধু তাই নয় ফোনে ব্যালান্স থাকলেও করা যাবে না আউটগোয়িং কল।
আরও পড়ুন:ওপো আনতে চলেছে নতুন 'ওয়াটারফল স্ক্রিন' ফোন
ভারতী এয়ারটেলের প্রিপেইড প্ল্যানে এখন নুন্যতম ৩৫ টাকা রির্চাজ করাতে হয়। যাতে ১০০ এমবি ৩জি অথবা ৪জি ডেটার সঙ্গে থাকে ২৬.৬৬ টাকার টকটাইম। এবং ব্যবহারকারীরা ২৮ দিন পর্যন্ত সমস্ত লোকাল এবং এসটিডি কল করার সুযোগ পায় মাত্র ১ পয়সা প্রতি সেকেন্ডে।
আরও পড়ুন:গুগলের সঙ্গে সিসকো এ বার ভারতে আনতে চলেছে বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy