‘ভি-গার্ড’-এর ‘টিভি স্টেবিলাইজ়ার’
শহরাঞ্চলে না হলেও গ্রামের দিকে এখনও বেশ কিছু জায়গায় ভোল্টেজ পড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এখনও ভারতের এমন অনেক জায়গা আছে, যেখানে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। হঠাৎ হঠাৎ এই ভোল্টেজের ওঠানামা বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। ভোল্টেজ কমে গেলে বৈদ্যুতিক প্রবাহ বৃদ্ধি পায়, যার ফলে যন্ত্রটি পুড়ে যেতে পারে। এই কারণে ভোল্টেজ স্টেবিলাইজ়ার ভারতের অনেক বাড়ি এবং অফিসে জায়গা করে নিয়েছে। আর এই ভোল্টেজ স্টেবিলাইজ়ারের মধ্যে সাধারণ মানুষের পছন্দের তালিকায় স্থান পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক সংস্থা ‘ভি-গার্ড’-এর টিভি স্টেবিলাইজ়ার। সাধ ও সাধ্যের মধ্যে ‘ভি-গার্ড’ নিয়ে এসেছে একগুচ্ছ নতুন টিভি স্টেবিলাইজ়ার মডেল।
কী ভাবে একটি সঠিক আকারের স্টেবিলাইজ়ার নির্বাচন করবেন?
একটি স্টেবিলাইজ়ারের আকার একটি ইউপিএস বা ইনভার্টারের (পাওয়ার ব্যাকআপ) আকারের অনুরূপ। স্টেবিলাইজ়ারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সঙ্গে সংযুক্ত বিষয়গুলিকে জানা।
প্রথমে আপনাকে অবশ্যই একটি স্টেবিলাইজ়ারের সঙ্গে সংযুক্ত সমস্ত যন্ত্রপাতির পাওয়ার (বা ওয়াট) জেনে নিতে হবে। যা আপনাকে ওই যন্ত্রগুলিতে বিদ্যুতের প্রয়োজনের (বা ওয়াট) নিরিখে মোট বিদ্যুৎ খরচ এবং তার ভিত্তিতে স্টেবিলাইজারের লোড ওয়াটের আন্দাজ দেবে। বেশির ভাগ
স্টেবিলাইজ়ারের আকার ভিএ (ভোল্ট অ্যাম্পিয়ার) বা কেভিএ (কিলো ভোল্ট অ্যাম্পিয়ার যা ১০০০ ভোল্ট অ্যাম্পিয়ারের সমান। যদিও ওয়াটস্ (ডব্লিউ) থেকে প্রকৃত ভিএ (বা ভোল্ট অ্যাম্পিয়ার) পেতে আপনাকে কিছু হিসাব কষতে হবে। তবে মোটামুটি অনুমান পেতে, আপনি ওয়াটের মান ২০ শতাংশ বাড়িয়ে দিতে পারেন।
সুতরাং, যদি আপনার স্টেবিলাইজ়ারের সঙ্গে সংযুক্ত ওয়াটের যোগফল ১০০০ হয় তবে আপনি একটি ১২০০ ভিএ বা ১.২ কেভিএ স্টেবিলাইজ়ার নিতে পারেন।
ভোল্টেজ টিভি স্টেবিলাইজ়ার কেনার আগে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেবেন?
একটি ভোল্টেজ টিভি স্টেবিলাইজ়ার কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আপনার জেনে নেওয়া উচিত তা হল ইনপুট ভোল্টেজ পরিসীমা, যা আপনি আপনার বাড়িতেই পাবেন। এটি গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি স্টেবিলাইজ়ারের একটি ন্যূনতম এবং সর্বাধিক ইনপুট ভোল্টেজ থাকে, যা আউটপুট ভোল্টেজকে স্থিতিশীল করতে পারে।
একটি ভোল্টেজ টিভি স্টেবিলাইজ়ারের ইনপুট ভোল্টেজের রেঞ্জ ১৫০ ভি (মিনিট) - ২৬০ ভি (সর্বোচ্চ) হয়ে থাকলে আপনার বাড়ির ভোল্টেজ যদি ১৫০ ভি-র নীচে বা ২৬০ ভি-র বেশি হয়, তা হলে স্টেবিলাইজ়ারটি আপনার যন্ত্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। কিন্তু যদি এটি ১৬০ ভি বা ২৫০ ভি হয় (কাজের পরিসরের মধ্যে), তবে পছন্দসই আউটপুট ভোল্টেজ পরিসরে স্থিতিশীল করার চেষ্টা করবে।
ভোল্টেজ টিভি স্টেবিলাইজ়ারে সার্জ প্রোটেকশন (বা স্পাইক গার্ড) আর একটি জরুরি বৈশিষ্ট্য। এটি আপনার যন্ত্রকে হঠাৎ ভোল্টেজ বৃদ্ধি থেকে রক্ষা করে, যেমনটা বজ্রপাত বা শর্ট সার্কিটের সময়ে ঘটে থাকে। আর এই সবক’টি ফিচারই সঠিক ভাবে রয়েছে ‘ভি-গার্ড’-এর টিভি স্টেবিলাইজ়ারে।
এই প্রতিবেদনটি ‘ভি-গার্ড’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy