২৮ ডিসেম্বর ২০২৪
Techno India Group

শিক্ষার্থীদের সফল কেরিয়ার গড়ার ঠিকানা টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক

বর্তমানে টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক সারা দেশের গর্ব হয়ে উঠেছে। বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে চাকরির সুযোগের মাধ্যমে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সফল কেরিয়ার গড়তে সাহায্য করে।

টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক

টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
Share: Save:

টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক শুধুমাত্র বিশ্বমানের শিক্ষাই প্রদান করেনা, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনেরও এক অনন্য প্রতিষ্ঠান। যেখানে বেকারত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেখানে মানসম্মত শিক্ষা এবং ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট দেওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠান কর্মসংস্থানের এক অভূতপূর্ব নজির সৃষ্টি করেছে।

বর্তমানে টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক সারা দেশের গর্ব হয়ে উঠেছে। বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে চাকরির সুযোগের মাধ্যমে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সফল কেরিয়ার গড়তে সাহায্য করে। টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা বিভিন্ন নামী জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যামাজ়ন’, ‘মাইক্রোসফ্ট’, ‘আইবিএম’, ‘টিসিএস’, ‘সিটিএস’, ‘ডেল টেকনোলজিস’, ‘ব্রিটিশ টেলিকম’, ‘ইন্টেল’, ‘অ্যাক্সেনচার’, ‘আইটিসি ইনফোটেক’, ‘ক্যাপজেমিনি’, ‘আইসিআইসিআই প্রুডেন্সিয়াল’, ‘সোনি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’, ‘এপাম’, ‘ওরাকল’, ‘মুসিগমা’, ‘থটওয়ার্কস’, ‘ডেলয়েট ইউএসআই’-সহ আরও একাধিক।

২০২৪ সালের ক্যাম্পাস প্লেসমেন্টে টেকনো ইন্ডিয়া গ্রুপ নজিরবিহীন সাফল্য অর্জন করেছে, যেখানে ছাত্রছাত্রীরা প্রায় ৫০০০ চাকরির প্রস্তাব পেয়েছেন। ১৬৬ জন শিক্ষার্থী ১০ লক্ষ বা তার অধিক বার্ষিক বেতনের চাকরি পেয়েছেন। যাঁরা অ্যামাজ়নে চাকরির সুযোগ পেয়েছেন, তাঁদের সর্বোচ্চ বার্ষিক প্যাকেজ ৪২ লক্ষ টাকা।

টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান গৌতম রায়চৌধুরী এবং চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরী-র নেতৃত্বে প্রতিষ্ঠানটি সফলতার শীর্ষে পৌঁছেছে। মেঘদূত বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু ছাত্রছাত্রীদের চাকরি প্রদান করা নয়। আমরা তাদের ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ এবং আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করছি।”

টেকনো ইন্ডিয়া গ্রুপ, সল্টলেক প্রমাণ করেছে, মানসম্মত শিক্ষা এবং সঠিক দিকনির্দেশনা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে কতটা গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Techno India Saltlake Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy