E-Paper

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘টেকনো ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন’ (TNJEE-25)

শিক্ষার্থীদের যোগ্যতা এবং সম্ভাবনাকে কঠোরভাবে মূল্যায়ন করার জন্যই তৈরি হয়েছে এই বিশেষ কোর্স। এই ‘টিএনজেইই’ (TNJEE 2025) পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা এবং সফল কর্মজীবনের পথকে প্রশস্ত করবে।

‘টেকনো ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন’ (TNJEE-25) (চিত্র: সংগৃহীত)

‘টেকনো ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন’ (TNJEE-25) (চিত্র: সংগৃহীত)

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৩০
Share
Save

‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’র স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রোগ্রামে ভর্তির মূল প্রবেশদ্বার হল ‘টেকনো ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন’ (TNJEE-25)। শিক্ষার্থীদের যোগ্যতা এবং সম্ভাবনাকে কঠোরভাবে মূল্যায়ন করার জন্যই তৈরি হয়েছে এই বিশেষ ‘টিএনজেইই’ (TNJEE 2025) পরীক্ষা। এই ‘টিএনজেইই’ (TNJEE 2025) পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা এবং সফল কর্মজীবনের পথকে প্রশস্ত করবে।

‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’ পূর্ব ভারতের অন্যতম বিখ্যাত এবং বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং অত্যাধুনিক সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করে। শিক্ষাক্ষেত্রে নতুন প্রতিভার লালন-পালন এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার জন্য ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’ সর্বদা এগিয়ে রয়েছে।

এই গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, উদ্ভাবন এবং গবেষণায় শীর্ষস্থানীয়, যা বিশ্বমানের কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে সাহায্য করে। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার কার্যক্রমকে ব্যবহারিক অভিজ্ঞতার সঙ্গে একত্রিত করে। তাই, নতুন প্রজন্মের জন্য এটি একটি সঠিক শিক্ষা প্রতিষ্ঠান।

টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে এই বর্ষের প্রবেশিকা পরীক্ষায় (TNJEE 2025) ভর্তির তারিখগুলি হল:

রেজিস্ট্রেশন জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৫

অ্যাডমিট কার্ড দেওয়া হবে: ৮ এপ্রিল, ২০২৫

পরীক্ষার তারিখ: ২০ এপ্রিল, ২০২৫ - ৩০ এপ্রিল, ২০২৫

পরীক্ষার পদ্ধতি: অনলাইন

পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ: ৫ মে, ২০২৫ (সম্ভাব্য)

টেকনো ইন্ডিয়ার স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামগুলি শিক্ষার্থীদের বিভিন্ন পরিসরের দরজা খুলে দেয়, যার মধ্যে রয়েছে:

বি.টেক (অনার্স): এআই, মেশিন লার্নিং, বায়োটেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো উচ্চ-চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলির জন্য অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম।

বি.ডেজ়: ফ্যাশন ডিজ়াইন, ইন্টেরিয়র ডিজ়াইন, গেম আর্ট, প্রোডাক্ট ডিজ়াইন এবং ডিজিটাল কমিউনিকেশনে প্রোগ্রাম।

বিবিএ (অনার্স): বিজ়নেস অ্যানালিটিক্সে একটি প্রতিযোগিতামূলক ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

বিসিএ (অনার্স): ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্রুত বিকশিত ক্ষেত্রগুলিতে দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে।

এমবিএ এবং এম.ডেজ়: ভবিষ্যতের ব্যবসা এবং ডিজাইন লিডারদের জন্য তৈরি হয়েছে এই স্নাতকোত্তর প্রোগ্রামগুলি।

কী ভাবে রেজিস্টার করবেন?

নীচের কিউআর (QR) কোড স্ক্যান করুন বা অফিসিয়াল ‘টিএনজেইই’ (TNJEE) ওয়েবসাইট দেখুন।

সঠিক বিবরণ দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করুন।

প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং আবেদন ফি জমা দিন।

৮ এপ্রিল, ২০২৫ তারিখে আপনার অ্যাডমিট কার্ড পাবেন, যা অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোর্স ভিত্তিক সিলেবাস, যোগ্যতা মানদণ্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য, দয়া করে পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ‘টিএনজেইই’ (TNJEE) ওয়েবসাইটটি দেখুন: https://tnjee.in/

বিশদে জানতে ভিজ়িট করুন: www.technoindiauniversity.ai

এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Techno National Joint Entrance Examination TNJEE-25 Techno India University Techno India

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}