Revamp Your Style from Panchami to Dashami with Cosmo Bazaar's Latest Fashionable Apparel dgtl
COSMO Bazaar
পঞ্চমী থেকে দশমী নিত্য নতুন ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজিয়ে তুলুন ‘কসমো বাজ়ার’-এর সঙ্গে!
বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় নিজেদেরকে গ্র্যান্ড স্টাইলে সাজিয়ে নেওয়ার সময় চলে এসেছে।
এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বছরভর যার অপেক্ষায় থাকা, বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় নিজেদের গ্র্যান্ড স্টাইলে সাজিয়ে নেওয়ার সময় চলে এসেছে।
০২১০
আসুন এই উৎসবমুখর সময়কে স্বাগত জানাই এবং জমজমাট উদযাপনের জন্য সকলে প্রস্তুত হই।
০৩১০
আপনার নিজস্ব স্টাইলে শুরু হোক পঞ্চমী।
০৪১০
ষষ্ঠীতে নিজেকে আরও স্টাইলিস্ট করতে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় সুযোগ।
০৫১০
সপ্তমীতে আপনার উদ্বোধনী স্টাইলের নতুন সাজ আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে উঠুক।
০৬১০
অঞ্জলি ও সৌন্দর্যের সঙ্গে আরও স্পেশাল হয়ে উঠুক আপনার অষ্টমীর ফ্যাশন।
০৭১০
নবমীতে আপনার স্পেশাল স্টাইলে বন্ধুদের আড্ডাতেও হয়ে উঠতে পারেন ‘শো-স্টপার’।
০৮১০
দশমীর ঐতিহ্যকে ধরে রাখতে নিজেদের সাজিয়ে তুলুন এক অনন্য এথনিক স্টাইলে।
০৯১০
দুর্গাপুজোর মতো উৎসব ফ্যাশন ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই এই পুজোকে আরও ফ্যাশনেবেল করে তুলুন।
১০১০
দুর্গাপুজোর এই বিশেষ উৎসবে আপনার পরিবারকে স্বাগত জানায় ‘কসমো বাজ়ার’। এই প্রতিবেদনটি ‘কসমো বাজ়ার’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।