‘ভি-গার্ড’-এর ‘টিভি স্টেবিলাইজ়ার’
সময় ও পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে বৈদ্যুতিক জগতেও এসেছে নানা পরিবর্তন। সাধারণ মানুষের চাহিদা ও সুবিধার দিকে লক্ষ্য রেখে প্রতিদিনই আসছে নিত্যনতুন অত্যাধুনিক প্রযুক্তি। বৈদ্যুতিক ক্ষেত্রে উন্নত বাজার পরিস্থিতি এবং ঊর্ধ্বমুখী চাহিদার কথা মাথায় রেখেই ভারতের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক সংস্থা ভি-গার্ড সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে একগুচ্ছ নতুন ‘টিভি স্টেবিলাইজ়ার।’
ভি-গার্ডের এই নতুন মডেলগুলির মধ্যে নজর কেড়েছে ‘ক্রিস্টাল টিটি ১৫০ প্লাস’। এই ক্রিস্টাল সিরিজ়ের মধ্যেও থাকছে পাঁচটি নতুন প্রকারভেদ। ‘ক্রিস্টাল ন্যানো’, ‘ক্রিস্টাল ৭৫ প্রাইম’, ‘ক্রিস্টাল ১০০ প্রাইম/প্লাস’, ‘ক্রিস্টাল ১৫০ প্রাইম’ এবং ‘ক্রিস্টাল ২০০ প্রাইম’।
ভোল্টেজ স্টেবিলাইজ়ার এখন বাড়ির পাশাপাশি, অফিস এবং হাসপাতালেও জায়গা করে নিয়েছে। ভোল্টেজ স্টেবিলাইজ়ার সাধারণত তিনটি প্রধান উপাদানে তৈরি হয়-- একটি সার্কিট বোর্ড, অন্তর্নির্মিত ট্রান্সফর্মার এবং উচ্চশক্তিসম্পন্ন ইলেক্ট্রোম্যাগনেটিক রিলে। সার্কিট বোর্ড স্টেবিলাইজ়ারের মধ্যে থাকা ট্রান্সফর্মারকে নিয়ন্ত্রণ করে এবং উচ্চশক্তির ইলেক্ট্রোম্যাগনেটিক রিলেগুলির সাহায্যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। ভি-গার্ডের ‘টিভি স্টেবিলাইজ়ার’-এ এই সবক’টি উপাদানই খুব উন্নত পদ্ধতিতে নির্মিত। তাই ভোল্টেজ কমে যাওয়ার সমস্যায় অন্যান্য ‘টিভি স্টেবিলাইজ়ার’-এর তুলনায় এটি অনেক দ্রুত কাজ করে।
টিভির ক্ষেত্রে ‘স্টেবিলাইজ়ার’-এর প্রয়োজন কখন হয়?
টিভির ক্ষেত্রে ভোল্টেজ নিয়ন্ত্রক অত্যন্ত প্রয়োজনীয়। হঠাৎ বিদ্যুৎ আসা-যাওয়া এবং ভোল্টেজ বৃদ্ধির ধাক্কা থেকে তা আপনার টিভিকে সুরক্ষিত রাখে। ভোল্টেজের হঠাৎ বেড়ে যাওয়া শুধু যে আপনার টিভির মারাত্মক ক্ষতি করে, তা নয়। সেই সঙ্গে আশপাশে থাকা যে কোনও ব্যক্তির জন্যও বিপজ্জনক হতে পারে। একটি ভাল ‘স্টেবিলাইজ়ার’ তাই টিভিতে ভোল্টেজের মাত্রা নিয়ন্ত্রণে রেখে আপনার জীবন বাঁচাতে পারে। এই কারণে রোগীদের সুরক্ষার জন্যে হাসপাতালেও এটি ব্যবহার করা হয়।
এলসিডি/এফএইচডি/ইউএইচডি টিভির জন্যে ভোল্টেজ ‘স্টেবিলাইজ়ার’ অপ্রয়োজনীয় কেন?
এই টিভিগুলিতেই এমন পাওয়ার সাপ্লাই মোড রয়েছে, যা যে কোনও সময়ে সুইচ করা যেতে পারে। তাই শক্তি বৃদ্ধি বা পরিবর্তন হলেও আপনার টেলিভিশন সব সময়েই নিরাপদ থাকবে। এলসিডি/এফএইচডি/ইউএইচডি টিভির জন্যে ভোল্টেজ ‘স্টেবিলাইজ়ার’ দরকার না হলেও এই ‘স্টেবিলাইজ়ার’ স্মার্ট টিভিতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর তৈরি করবে।
আপনার টিভির জন্যে ভি-গার্ডের কোন টিভি স্টেবিলাইজ়ারগুলি বেছে নিতে পারেন?
‘ভি-গার্ড মিনি ক্রিস্টাল সুপ্রিম টিভি স্টেবিলাইজ়ার’
৮২ সেমি (৩২") পর্যন্ত টিভি + সেট টপ বক্স (ওয়ার্কিং রেঞ্জ: ৯০-২৯০ VAC; ১.৩ A)
‘ভি-গার্ড ভোল্টিনো ম্যাক্স টিভি ভোল্টেজ স্টেবিলাইজ়ার’
১৪০ সেমি পর্যন্ত ৫৫" স্মার্ট টিভি + সেট টপ-বক্স
‘ভি-গার্ড ডিজি 200 সুপ্রিম টিভি স্টেবিলাইজ়ার’
২০৩ সেমি (৮০") পর্যন্ত টিভি+ সেট টপ বক্স + হোম থিয়েটার সিস্টেম (ওয়ার্কিং রেঞ্জ: ১৪০-২৯৫ VAC; ৬ A)
‘ভি-গার্ড ইফিনো ২.২৫ টিভি স্টেবিলাইজ়ার’
১২০ সেমি পর্যন্ত ৪৭" স্মার্ট/ এলইডি টিভি + সেট টপ বক্স + হোম থিয়েটার / গেমিং কনসোল
‘ভি-গার্ড’ স্টেবিলাইজ়ার অন্য যে কোনও সাধারণ স্টেবিলাইজ়ারের থেকে অনেক বেশি সুরক্ষিত এবং ভরসাযোগ্য। তাই আপনার টিভির সুরক্ষার জন্যে আজই বাড়িতে আনুন ভি-গার্ডের ‘টিভি স্টেবিলাইজ়ার’।
এই প্রতিবেদনটি ‘ভি-গার্ড’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy