ছবি: সংগৃহীত।
মালদহের উল্টো দিকে পদ্মার চরে বাংলাদেশ পুলিশের ৮ ঘণ্টার অভিযানে ৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সোমবার রাত থেকে পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এই অভিযানটি চালায়।
চাঁপানবাবঞ্জ সদর উপজেলার এই চর এলাকা ভারত ও বাংলাদেশের মধ্যে চোরাচালানের স্বর্গ ও জামাতে ইসলামির ঘাঁটি বলে পরিচিত। এখানে পুলিশও সচরাচর অভিযান চালাতে সাহস করে না। সম্প্রতি খবর আসে, কয়েক জন জঙ্গি এই চরের এখটি অস্থায়ী বাড়িতে ঘাঁটি গেড়েছে। টিনের তৈরি বাড়িটি ঘিরে ফেলে বাসিন্দাদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু জবাবে তারা গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালায়। এক সময়ে প্রচণ্ড বিস্ফোরণে বাড়িটি কার্যত উড়ে যায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড বাড়িটি থেকে তিন জন পুরুষের দেহাংশ পেয়েছে। তারা নয়া জেএমবি-র সদস্য বলে পুলিশ মনে করছে। অনেক বিস্ফোরকও মিলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy