Advertisement
০২ নভেম্বর ২০২৪
International news

ঢাকায় র‌্যাব শিবিরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, দায় নিল আইএস

বাংলাদেশের সীতাকুণ্ডে ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন' শেষ হওয়ার পর ৩৬ ঘণ্টাও কাটেনি, তার মধ্যেই রাজধানী ঢাকার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সদর দফতরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে গেল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৬:১৭
Share: Save:

বাংলাদেশের সীতাকুণ্ডে ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন' শেষ হওয়ার পর ৩৬ ঘণ্টাও কাটেনি, তার মধ্যেই রাজধানী ঢাকার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সদর দফতরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে গেল। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ ঘটা এই বিস্ফোরণে হামলাকারী ছাড়া আর কোনও প্রাণহানি হয়নি। তবে র‌্যাব-এর দুই জওয়ান জখম হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এর দায় স্বীকার করে বার্তা দিয়েছে আইএস। বিবিসি এক রিপোর্টে জানিয়েছে, আইএসএর সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র‍‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে। তবে বাংলাদেশ সরকার বা প্রশাসন এখনও এ নিয়ে নিশ্চিত নয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

আরও পড়ুন: ১৯ ঘণ্টার উদ্বেগে ইতি, চট্টগ্রামে খতম ৪ জঙ্গি, মিলল ১ শিশুর দেহ, ২০ পণবন্দি উদ্ধার

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ‘ঘটনাস্থলে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাজি ক্যাম্পের আশেপাশের এলাকা তল্লাশি চালাচ্ছে র‌্যাব-সহ আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শনে গেছেন র‌্যাব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাউম ইউনিটও (সিটিটিসি) ঘটনাস্থলে গিয়েছে।
গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। প্রথম অভিযান দ্রুতই শেষ হয়। শিশুপুত্র-সহ ধরা পড়ে এক দম্পতি। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। তবে দ্বিতীয় অভিযানটি চলে টানা ১৯ ঘণ্টা। বুধবার বিকেলে শুরু হওয়া অভিযান শেষ হয় বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ। পাঁচজনের মৃত্যু হয় এই ঘটনায়।

অন্য বিষয়গুলি:

Dhaka Blast Suicide Attack Chittagong Encounter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE