শেখ হাসিনা
এ মাসের ২৫ তারিখে শান্তিনিকেতনে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বভারতীতে এসে তাঁর ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করার কথা। নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে থাকতে পারেন।
বৃহস্পতিবারই বিদেশ মন্ত্রকের তরফে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনকে হাসিনার সফরের দিনটি জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের সঙ্গে বৈঠক সেরে এ দিনই ফিরে যান উপাচার্য। তার আগে তিনি বলেন, ‘‘ওই সময়েই আমরা সমাবর্তন অনুষ্ঠানটি করার প্রস্তুতি নিচ্ছি।’’ উপাচার্য জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রীকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। নরেন্দ্র মোদী বোলপুরে আসতে খুবই আগ্রহী।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপাচার্যকে এ দিন জানানো হয়েছে, হাসিনা ২৪ তারিখে এসে বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সাম্মানিক ডিগ্রি নেবেন। পরদিন শান্তিনিকেতনে যাবেন। তার আগে মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের প্রতিনিধি দল শান্তিনিকেতনে আসছে। ২৫ কোটি টাকা খরচ করে ভবনটি নির্মাণ করেছে বাংলাদেশ। তবে কেন্দ্র বা বাংলাদেশ সরকারের পক্ষে এখনও আনুষ্ঠানিক ভাবে সফরের দিনক্ষণ রাজ্যকে জানানো হয়নি।
দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হাসিনাই শেষ বার ভারত সফরে এসেছিলেন। ফের আসবেন কী ভাবে, প্রশ্ন উঠছিল। কিন্তু ও বাংলাদেশের কূটনীতিকদের কথায়, ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন অনুষ্ঠানকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সফর বলা যায় না। পরপর দু’বার কোনও দেশ সফরে প্রোটোকলগত বাধা নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy